ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ অভিনেতা মোহনলালের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ১২:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দক্ষিণী দর্শকপ্রিয় অভিনেতা মোহনলাল, তার অভিনীত ‘এল২ এমপুরাণ’ সিনেমা প্রেক্ষাগৃহ মুক্তির পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ছবিতে সনাতন ধর্মাবলম্বীদের নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেছে অভিজিৎ রাধাকৃষ্ণন নায়া। অভিযোগের পরে নেটদুনিয়ায় কড়া সমালোচনা শিকার হচ্ছে দক্ষিণী অভিনেতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মালায়ালাম ভাষায় নির্মিত ‘এল২ এমপুরাণ’ সিনেমা। পৃথ্বীরাজ সুকুমারা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ছবি মুক্তির পর অভিনেতার এক অনুরাগী অভিযোগ করেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের খুবই নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে সিনেমার গল্পে। এক দৃশ্যে দেখানো হয়েছে মুসলিম অন্তঃসত্ত্বা নারীকে এক হিন্দু পুরুষ ধর্ষণ করছে। 

l2-empuraan-movie-review_20250328_152330919

বিজ্ঞাপন

সেই দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে অভিজিৎ। তিনি লিখেছেন, আমি সবসময় নিজেকে মোহনলালের বড় অনুরাগী বলে এসেছি। কিন্তু ‘এল২ এমপুরাণ’ দেখে আমার মন ভেঙে গেল। আমি শুধু উনার অনুরাগী নই। পূজা করতাম তার শিল্প জ্ঞান এবং বিনয়কে। প্রেক্ষাগৃহ থেকে বাইরে এসে ক্ষোভ ঝাড়েন তিনি। এই ছবি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলেও দাবি তার।

l2-empuraan-box-office-early-trends-01_20250328_152345218

ছবির বর্ণনা দিয়ে অভিনেতার ওই অনুরাগী লিখেছেন, ছবির এক দৃশ্যে একটি মুসলিম গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়। তখন এক মুসলিম শিশুকে দেখা যায় খুব আর্তনাদ করছে। এরপরই শিশুর বাবাকে এক হিন্দু ছেলে নৃশংসভাবে হত্যা করে।

বিজ্ঞাপন

এই দৃশ্য দেখে স্তম্ভিত অনুরাগী অভিজিৎ। তার ভাষায়, আমি এই দৃশ্য দেখে পাথর হয়ে গিয়েছিলাম। বহু বার অসহায় মুসলিমদের আশ্রয় দিয়েছেন হিন্দুরা। কিন্তু এখানে হিন্দুদের অত্যাচারী হিসেবে দেখানো হয়েছে।

এরপরেই ধর্ষণের দৃশ্যটি আসে। সেই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারেননি অভিজিৎ। সবশেষ তিনি লিখেছেন, এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করছে এক হিন্দু ছেলে। যা দেখে আমি অসুস্থ হয়ে পড়ি। দৃশ্যটি আসলে কী বলতে চাইছে, সেটা বুঝতে পেরেই আমার অস্বস্তি শুরু হয়। কেন এই ভাবে দেখানো হল?

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ মোহনলালকে বয়কটের ডাক দিয়েছেন।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |