ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ১২:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিশেল ক্রিস্টিন ট্র্যাচেনবার্গের মৃত্যুর খবর সামনে আসে। ওই সময় ম্যানহাটনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে মৃত ঘোষণা করা হয়। 

বিজ্ঞাপন

অভিনেত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। তখন মৃত্যুর কারণ জানা না যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছিল। সম্প্রতি অভিনেত্রীর মৃত্যুর কারণ সামনে এসেছে। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেডিকেল পরীক্ষক জানিয়েছেন ডায়াবেটিসজনিত কারণে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষার ফলাফল পর্যালোচনার পর ৩৯ বছর বয়সী অভিনেত্রী মিশেল ট্র্যাচেনবার্গের মৃত্যুর কারণ ও প্রক্রিয়া সংশোধন করা হয়েছে। এর আগে অভিনেত্রীর মৃত্যুকে ‘অনির্ধারিত’ কারণ হিসেবে উল্লেখ করেছিল অভিনেত্রীর চিকিৎসকরা।

বিজ্ঞাপন

অভিনেত্রীর মৃত্যুর পর তার পরিবার ময়নাতদন্তে আপত্তি জানিয়েছিল। এ কারণে মেডিকেল পরীক্ষকের অফিস থেকেও কোনো প্রশ্ন তোলা হয়নি। কারণ, মিশেল ট্র্যাচেনবার্গকে নিয়ে অপরাধজনিত কোনো সন্দেহ কিংবা প্রমাণ ছিল না।

প্রসঙ্গত, মাত্র আট বছর বয়সে অভিনয় শুরু করেন মার্কিন এ অভিনেত্রী। এরপর ম্যাথিউ ব্রোডেরিকের বিপরীতে ‘হ্যারিয়েট দ্য স্পাই’ ও ‘ইন্সপেক্টর গ্যাজেট’ সিনেমায় অভিনয় করেন। এ ছাড়া বেশকিছু টিভি সিরিজে অভিনয়ের জন্য তারকা খ্যাতি লাভ করেন অভিনেত্রী মিশেল ট্র্যাচেনবার্গ।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |