ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

১১ দম্পতির প্রত্যাখ্যান, অবশেষে নিশাকে সন্তান হিসেবে গ্রহণ করেন সানি লিওন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ১২:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নিজস্ব স্টাইল ও আত্মবিশ্বাস দিয়ে নিজেকে রূপালি পর্দায় প্রতিষ্ঠিত করেছেন সানি লিওন। সাহসী থেকে স্নিগ্ধ, প্রতিটি লুকে তিনি তুলে এনেছেন এক অনন্য আত্মপ্রকাশ। বলিউডে পা রেখেছেন তাও প্রায় ১৪ বছর পার হয়েছে। তবুও এখনও ‘পর্ন তারকা’র তকমা জীবন থেকে মুছে ফেলতে পারেননি তিনি। তবে সানি শুধুই কি অভিনেত্রী বা পর্ন তারকা? না, ব্যক্তিজীবনে বর্তমানে তিনি ৩ সন্তানের মা তিনি। 

বিজ্ঞাপন

এক মেয়ে নিশা ও দুই ছেলে আশের ও নোয়া। এই তিন জনের মধ্যে দুই যমজ পুত্র আশের ও নোয়া সানি ও ড্যানিয়েলের জীবনে এসেছিল সারোগেসির মাধ্যমে। 

অন্যদিকে নিশাকে মহারাষ্ট্রের লাতুর-এর এক অনাথ আশ্রম থেকে দত্তক নেন সানি লিওন। বর্তমানে ৩ সন্তানকে নিয়ে সানি-ড্যানিয়েলের সুখের সংসার।

বিজ্ঞাপন

Sunny-inner20170725010437

অনেকেই হয়তো জানেন না নিশাকে সানি ও ড্যানিয়েল দত্তক নেওয়ার আগে ১১ জন দম্পতি প্রত্যাখান করেছিলেন। ২০১৭ সালের ২১ জুন আনুষ্ঠানিকভাবে নিশা সিং কৌর ওয়েবারকে দত্তক নেন সানি-ড্যানিয়েল। তখন শিশুকন্যাটির বয়স ছিল ২১ মাস। নিশা নামটিও তাদেরই দেওয়া।

সেসময় চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি এর সিইও লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিলেন, তাদের আগে সম্ভাব্য ১১ জন দম্পতি নিশার অভিভাবক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ ছিল শিশুটির গায়ের রং। 

বিজ্ঞাপন
Advertisement

তিনি আরও বলেছিলেন, সানি এবং ড্যানিয়েল ওয়েব পোর্টালে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং ২১শে জুন (২০১৭) তাদেরকে নিশাকে দত্তক নেওয়ার কথা বলা হয়। পরদিনই তারা নিশাকে গ্রহণ করেছিলেন। 

13c7effbcf966decfd70cf73beb712d6d964c_1616998241375

সেসময় লাতুরের ওই অনাথ শ্রম জানিয়েছিল, দত্তক নেওয়ার ক্ষেত্রে দম্পতিরা সাধারণত শিশুদের জাত-পাত, ধর্ম, গায়ের রং, স্বাস্থ্য, ইত্যাদি দেখে তবেই দত্তক নেন। আর সেসবের কারণেই বারবার প্রত্যাখ্যানের শিকার হচ্ছিল ছোট্ট নিশা। তবে সানি এসবের পরোয়া না করে প্রথম দেখাতেই নিশাকে আপন করে নিয়েছিলেন। আইনিভাবে দত্তক নেওয়ার আগেই নিশাকে ফস্টার কেয়ারে রেখে ছিলেন এই দম্পতি।

ছোট্ট নিশা নাকি সেসময় অপুষ্টিতেও ভুগছিল। তবে এসবকিছু না দেখেই সানি ও ড্যানিয়েন তাকে সন্তান হিসেবে আপন করে নেন। এদিকে নিশাকে দত্তক নেওয়ার পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের মা হন অভিনেত্রী।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |