ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তানি তিন অভিনয়শিল্পীকে নিয়ে বড় পদক্ষেপ নিল ভারত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০১:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও।

বিজ্ঞাপন

কাশ্মিরের ঘটনার পর থেকেই পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠেছিল ভারতে। কারণ মাহিরা খান, ফাওয়াদ খান বা মাওরা হোসেনরা এই ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিরা, মাওরা ও ফাওয়াদ ‘অপারেশন সিঁদুর’-এর নিন্দা জানিয়েছিলেন। এমনকি ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ পদক্ষেপ বলেও দাবি করেছিলেন। 

বিজ্ঞাপন

এই ঘটনায় এবার তিন পাকিস্তানি অভিনয়শিল্পীর বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতে। তিনজনকেই বাদ দেওয়া হয়েছে সিনেমার পোস্টার থেকে।

মাহিরা, ফাওয়াদ, মাওরা- তিনজনই ভারতে কাজ করেছেন। ফাওয়াদ খান ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কপূর অ্যান্ড সনস্‌’ নামে তিনটি ছবিতে অভিনয় করেছেন। 

‘সানাম তেরি কসম’ ছবিতে নজর কেড়েছিলেন মাওরা হোসেন। আর মাহিরা ‘রাইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সে কারণে তিন অভিনেতারই জনপ্রিয়তা রয়েছে এই দেশে। কিন্তু তারপরেও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করায় বলিউডে ক্ষোভের মুখে পড়েন তারা। 

বিজ্ঞাপন
Advertisement

এবার তিনজনকেই বাদ দেওয়া হলো উল্লিখিত ছবির পোস্টার থেকে। ভারতের বিভিন্ন সঙ্গীত সংক্রান্ত অ্যাপে ছিল ছবিগুলির পোস্টার। সেই পোস্টার থেকেই বেছে বেছে তিন জনের ছবি বাদ দেওয়া হয়েছে।

২০১৬ সালে উরি হামলার পরে ভারতে নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের শিল্পীরা। তাই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে আর কোনও ছবিতে কাজ করেননি ফাওয়াদ। তবে ৯ বছর পরে ফের বলিউডের ছবিতে কাজ করেছিলেন তিনি। 

বাণী কপূরের বিপরীতে ‘আবির গুলাল’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা। ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবি। কিন্তু পেহেলগাম কাণ্ডের জেরে সেই ছবি আর মুক্তি পায়নি ভারতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |