ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যে কারণে বিয়ের পার্টি স্থগিত করলেন হিনা খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ জুন ২০২৫ , ০৫:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গত ৪ জুন বিয়ে করেন তারা। তবে হিনা চেয়েছিলেন তার এই খুশির মুহূর্ত পাপারাজ্জি এবং সহকর্মীদের সঙ্গেও ভাগ করে নিতে। তাই বিয়ের পরে একটি ছোট্ট উদযাপনের আয়োজন করছিলেন তিনি।  

বিজ্ঞাপন

এক প্রতিবেদন থেকে জানা যায়, আহমেদাবাদে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনার কারণে বিয়ের পার্টি স্থগিত পরিকল্পনা থেকে সরে আসেন অভিনেত্রী। পার্টি বাতিল করে হিনা খান নিজেই গণমাধ্যমের সামনে এসে জানান, এখন কোনো উদযাপন করার সময় নয়।

503589532_18391046650143120_8133538854255891703_n

বিজ্ঞাপন

এক ভিডিও বার্তায় হিনা বলেন, আমি আপনাদের সবাইকে একটি ছোট উদযাপনে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু যা ঘটেছে আহমেদাবাদে, তা অত্যন্ত মর্মান্তিক। এই দুঃখজনক ঘটনার পর আমরা অনুভব করেছি, উদযাপন নয়, এখন সহানুভূতি প্রকাশ করার সময়। তাই আমাদের পার্টিটি আপাতত স্থগিত করছি। ভবিষ্যতে সুযোগ হলে নিশ্চয়ই আবার আয়োজন করব।

এদিকে বিয়ের পর প্রথমবার হিনা ও রকিকে একসঙ্গে দেখা যাবে একটি টেলিভিশন শো’র বিশেষ পর্বে। ‘পতি পত্নী অর পাঙ্গা’ নামের অনুষ্ঠানে তারা দুজনেই অংশ নিয়েছেন, এবং পর্বটি খুব শিগগিরই সম্প্রচারিত হবে।

প্রসঙ্গত, বর্তমানে হিনা খান স্তন ক্যান্সারের চতুর্থ স্তরের সঙ্গে লড়াই করছেন। ইতোমধ্যে তার কেমোথেরাপির একটি ধাপ সম্পন্ন হয়েছে এবং চিকিৎসা প্রক্রিয়া এখনও চলমান। অভিনেত্রী এবং তার অনুরাগীদের বিশ্বাস শিগগিরই সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবেন হিনা। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ -টি

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |