ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভক্তদের সুখবর দিলেন নায়ক ফারুক

বিনোদন ডেস্ক : আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ , ১১:৫১ এএম


loading/img
আকবর হোসেন পাঠান ফারুক

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সবার প্রিয় ‘মিঞাভাই’।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ভক্তদের সুখবর দিয়ে ফারুক বলেন, ‘আমি এখন সুস্থ, স্বাভাবিক খাবার খেতে পারছি, কথা বলতে পারছি। সবার দোয়ায় আমার শরীর এখন আগের চেয়ে বেশ ভালো। তবে চিকিৎসক বলেছেন, শতভাগ সুস্থ হতে আরও দুই মাস সময় লাগবে।  যেহেতু চিকিৎসক আরও দুই মাসের কথা বলেছেন তাই তাদের পরামর্শ অনুযায়ী সবকিছু করতে হচ্ছে।  সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।’
নায়ক ফারুক ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।  তার অভিনীত বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসা সফল হয়।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত ফারুক। চলচ্চিত্রের মানুষের কাছে তিনি সবার প্রিয় ‘মিঞাভাই’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |