ঢাকাশনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কারাগারে হঠাৎ অসুস্থ কামাল মজুমদার, ঢামেকের সিসিইউতে ভর্তি 

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০২:২৪ এএম


loading/img
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদার।। ফাইল ছবি

রাজধানীর অদূরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদার। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৯টার দিকে তাকে নতুন ভবনের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পাঠান। 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল হোসেন জানান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদার রাত আটটার দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নতুন ভবনের সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |