ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

চতুর্থবার গ্র্যামি জয়, বড় সিদ্ধান্ত নিলেন শাকিরা

বিনোদন ডেস্ক, আরটিভি 

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পপ গায়িকা শাকিরা, যার গান ও নাচে বুঁদ সারা বিশ্ব। কাজের সম্মাননা হিসেবে তার ঝুলিতে আছে অসংখ্য পুরস্কার। সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ গ্র্যামি রয়েছে তিনটি। 

বিজ্ঞাপন

এদিকে শনিবার (১ জানুয়ারি) তার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন আরও এক পালক, চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন গায়িকা।

নিজের জন্মদিনে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শাকিরা। পুরস্কার উৎসর্গ করেছেন ‘অভিবাসী ভাইবোন’দের। তিনি বলেন, আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।

বিজ্ঞাপন

1738567363-b2138807db973c843daae499481c03b0

এ সময় বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। 

আরও পড়ুন

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার শাকিরার হাতে তুলে দেন জেনিফার লোপেজ।

পুরস্কার গ্রহণের পাশাপাশি দর্শকদের সম্মোহিত করেছেন তার পারফর্মেন্স। পুরস্কারের আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে। 

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |