ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নগ্ন হয়ে গ্র্যামিতে প্রবেশ, যে শাস্তি হতে পারে মডেলের!

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো আয়োজনে বসে গ্র্যামির ৬৭তম আসর। এবারের আসরে ৯৪টি বিভাগে গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। গতকাল রাতে (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল এই আসরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

বিজ্ঞাপন

বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠে সংগীতদুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান। তবে এই আসরে উঠেছে বিতর্ক, সঙ্গে নানা প্রশ্নও।

গ্র্যামির মঞ্চে অবাক কাণ্ড ঘটালেন র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি, যারা সব সময় বিতর্কে থাকতেই পছন্দ করেন।

বিজ্ঞাপন

এবার গ্র্যামির মঞ্চে অস্ট্রেলীয় এ মডেল হাজির হন একদম নগ্ন হয়ে। লাল গালিচায় স্বামীর সঙ্গে হেঁটে আসেন বিয়াঙ্কা। গায়ে চাপানো ছিল কালো পশমের কোট। আলোকচিত্রীদের সামনে এসে কোট সরাতেই ক্যামেরার ঝলকানি।

GettyImages-2197300173-H-2025

সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে কানইয়ে ও বিয়াঙ্কাকে লাল গালিচা থেকে বের করে দেন। এখানেই শেষ হয়নি বিড়ম্বনা। জানা গেছে, লাল গালিচায় নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তার স্ত্রীর হতে পারে জেল ও জরিমানা। 

বিজ্ঞাপন
Advertisement

আরও পড়ুন

লস অ্যাঞ্জেলেসের আইন অনুযায়ী, কেউ যদি শিল্পের প্রয়োজন ছাড়া পোশাকহীনভাবে জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান, তা হলে অশ্লীলতার দায়ে জেল ও জরিমানা দুই-ই হতে পারে।

newsCover_2025_2_3_1738559543501-jh1eyf

কানইয়ের স্ত্রীর এ ক্ষেত্রে ছয় মাসের কারাবাস ও ১০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭ হাজার টাকা) জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এবারই প্রথম নয়, এর আগে অশ্লীল কাজকর্মের কারণেও চর্চায় উঠে এসেছেন কানইয়ে। নিজের জন্মদিনে অনাবৃত নারীশরীরের ওপর খাবার পরিবেশন করেছিলেন অতিথিদের। প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ২০২২ সালে বিচ্ছেদ হয় কানইয়ের। তার পর বিয়াঙ্কাকে বিয়ে করেন।

অনেকেই অবশ্য কিমের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন বিয়াঙ্কার। আগে বেশ কয়েকবার অর্ধনগ্ন হয়ে প্রকাশ্যে এসেছিলেন, কিন্তু এবার অবশ্য এক ধাপ এগিয়ে গিয়েছেন। 

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |