ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

যে কারণে সংগীতশিল্পী শানকে ‘কাফের’ বলে কটাক্ষ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০২:২৭ পিএম


loading/img

দর্শকপ্রিয় ভারতীয় সংগীত শিল্পী শান সম্প্রতি মুম্বাইয়ে এক ইফতার পার্টিতে অংশ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। সম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অংশ নিয়েছিলেন ওই ইফতার অনুষ্ঠানে। তবে হিন্দু হয়ে ইফতারে হাজির হওয়ায় ‘কাফের’ বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ঈদের আমেজে সাজসাজ পরিবেশ মুম্বাইয়ের শহর। এমন আবহেই সম্প্রতি আসিফ ভামলার ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন শান। রমজানের শুভেচ্ছা জানিয়ে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গিয়েছিলেন গায়ক। তবে নেটাগরিকদের অনেক ভালোভাবে নেননি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এক ভিডিওতে দেখা গেছে, ২০০৬ সালের হিট ছবি ফানা থেকে তার আইকনিক ট্র্যাক ‘চাঁদ সিফারিশ’ গানে ইফতার পার্টি মাতিয়ে দেন গায়ক। পরনে সাদা কুর্তা-পাজামা, গলায় সবুজ উত্তরীয়। মাথায় সাদা কাশ্মীরী টুপি। সংগীত শিল্পীর সৌহার্দমূলক ভিডিও দেখে প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা। তবে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে হিন্দু হয়ে ইফতারে কেন? তির্যক মন্তব্যে ক্ষতবিক্ষত করেছে সংগীত শিল্পীকে।

বিজ্ঞাপন

ওই ভিডিওর মন্তব্যের ঘরে দেখা গেছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘মুসলিম ধর্মে গান গাওয়া হারাম।’ অন্য একজন লিখেছেন, ‘হিন্দুরাই এভাবে হিন্দুদের শত্রু হয়ে ওঠে।’কেউ তাকে ‘পাকিস্তানি কাফের’ বলেও কটাক্ষ করেছেন।

কটাক্ষের বিষয় কোনো মন্তব্য করেননি এ শিল্পী। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |