ঢাকাWednesday, 02 April 2025, 19 Choitro 1431

বিটিভিতে ১৩ বছর পর মাইলস

আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০২:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে এবারের ঈদে দেখা যাবে ব্যান্ড সংগীতের অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবে প্রায় ১৩টি ব্যান্ড; এই ব্যান্ডগুলোর মধ্যে আছে ‘মাইলস’, যারা এক যুগেরও বেশি সময় পর বিটিভিতে পারফর্ম করতে চলেছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় ব্যান্ড মাইলসকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান ‘ফিরিয়ে দাও’। প্রয়াত শাফিন আহমেদকে ছাড়া এই প্রথম পর্দায় পারফর্ম করবে মাইলস। পরিবেশন করবে দলটির জনপ্রিয় ৭টি গান। আর কথার ফাঁকে উঠে আসবে মাইলসের জানা-অজানা অনেক চমকপ্রদ কাহিনি। 

অনুষ্ঠানটি ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কাজী মমরেজ। প্রযোজনা সাহরিয়ার মোহাম্মদ হাসান। 

বিজ্ঞাপন

মমরেজ বললেন, দর্শকরা হতাশ হবেন না। কারণ, মাইলসের ‘ফিরিয়ে দাও’ ব্যান্ড শোতে থাকছে- গল্প, কথা, গান আর আনন্দের এক অনাবিল আয়োজন।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |