ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

পাকিস্তান সরকারকে ইঙ্গিত করে আদনান সামি বললেন, সব ফাঁস করে দেব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ০১:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দর্শকপ্রিয় গায়ক আদনান সামি। শুধু পাকিস্তানেই নয় বরং তার জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। নব্বই দশকের ক্যাসেট, ভিসিআরের যুগে হরহামেশাই বাজতো তার গান। গায়কের কণ্ঠের জাদুতে মুগ্ধ প্রায় সব বয়সের সংগীতপ্রেমীরা। তবে মাঝে অনেক দিন নতুন কোন গান নিয়ে দর্শকদের সামনে দেয়া যায়নি তাকে। 

বিজ্ঞাপন

এদিকে, পেহেলগামে হামলার পর ভারত সরকার ঘোষণা করেছে, সকল পাকিস্তানিকে ২৬ এপ্রিলের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। এরপরেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন প্রশ্ন তোলেন, আদনান সামি কি তাহলে ভারতেই থেকে যাবেন? যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হিয়। 

প্রাক্তন পাকিস্তানি মন্ত্রীর মন্তব্যের জবাবে তাকে ‘অশিক্ষিত’ বোকা বলে অভিহিত করেন আদনান সামি। একইসঙ্গে এই গায়ক জানান, ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

পাকিস্তানের নাগরিক হলেও ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়ে যান আদনান। বিভিন্ন ক্ষেত্রে এই দেশের হয়েই সুর চড়াতে দেখা গেছে গায়ককে। পেহেলগাম হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে নির্দেশ দেন যে পাক নাগরিকেরা যেন তাদের দেশে ফিরে যান। আর তা নিয়েই প্রশ্ন তোলেন প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ হোসেন। 

শুক্রবারই অমিত শাহ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেন যে ২৭ এপ্রিলের মধ্যে যেন সব পাক নাগরিক এই দেশ ছেড়ে দেন। তবে যাদের মেডিক্যাল ভিসা আছে, তারা ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে যেতে পারবেন। 

tripta_(6)_original_1745681501

বিজ্ঞাপন

এরপরই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে প্রশ্ন করেন, আদনান সামি তাহলে কী করবেন? তারই কড়া ভাষায় জবাব দিলেন গায়ক আদনান। তিনি পাক মন্ত্রীন জবাবে বলেন, এই অশিক্ষিত বোকাকে কে বলবে এটা? তবে এখানেই এই বাকযুদ্ধ শেষ হয় না। 

বিজ্ঞাপন

পাক মন্ত্রী পাল্টা জানান, গায়ক লাহোরে থাকেন। এরপর রাগ আরও বাড়ে আদনানের। তিনি প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করে শুধরে দিয়ে বলেন, তিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়া সত্ত্বেও ভুল তথ্য পরিবেশন করছেন। আদনান লাহোরের নয়, পেশোয়ার শহরের বাসিন্দা। 

২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেন আদনান। সেই সময় তিনি জানিয়েছিলেন কেন তিনি ভারতকে ভালোবাসেন। আদনান লিখেছিলেন, মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যেসব মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তাদের ওপর আমার রাগ নেই। আমাকে যারা ভালোবাসেন, তাদের সকলকে আমি ভালোবাসি। এরপর পাক সরকারকে নিয়ে আদনান লিখেছিলেন যে, আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানবেন এই সরকার আমার সঙ্গে কী করেছে! পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।

Adnan

কেন পাকিস্তান সরকারের ওপর এত রাগ গায়কের? গায়ক লিখেছিলেন, একদিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব। 

২০১৬ সালে আদনান ভারতের নাগরিকত্ব পাওয়ার পর মুম্বাইতে তার পরিবার নিয়ে থাকেন। এক পুরনো সাক্ষাৎকারে আদনান জানিয়েছিলেন, ভারতীয় নাগরিকত্ব পেতে তাকে ১৮ বছর অপেক্ষা করতে হয়েছে এবং তিনি দেড়বছর দেশছাড়া ছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক এটাও জানিয়েছিলেন, পাকিস্তানে তার প্রাণের ঝুঁকি ছিল। 

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |