কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তানও তার মিত্র চীন, সৌদি আরব, ইরান ও মিসরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
কাশ্মিরের পেহেলগাম এলাকায় জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটিতে থাকা সকল পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফেরত যেতে বলেছে সরকার।
পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গ উঠতেই পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে পাকিস্তানে ফিরে আসার কথা বলেছিলেন।
আদনান সামির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতেই ফাওয়াদকে উপযুক্ত উত্তর দেন গায়ক। এক্স হ্যান্ডেলে আদনান সামিকে উল্লেখ করে ফাওয়াদ যখন লেখেন, এবার আদনান সামির কি হবে? ঠিক তখনই প্রদুত্তরে গায়ক লেখেন, এই অশিক্ষিত বোকাকে কে বলবে!!
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ২০১৫ সালের ডিসেম্বর মাসে লন্ডনে জন্মগ্রহণকারী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। একজন পাকিস্তানি হলেও তিনি বর্তমানে ভারতের নাগরিক, তাই খুব স্বাভাবিকভাবে আদনানের পাকিস্তানের ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না।
এরই মধ্যে কিছু পাকিস্তানি যুবক আদনানের পাকিস্তান ছেড়ে ভারতে আসা নিয়ে কিছু মন্তব্য প্রকাশ করেছেন।
আরটিভি/এএ