ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ফের দ্বৈত গানে মাহতিম-তারান্নুম

আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৬:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নতুন দ্বৈত গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিবও তারান্নুম আফরিন। গানের শিরোনাম ‘তোমার টানে’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ভারতের সৌরভ বাবাই চক্রবর্তী। 

বিজ্ঞাপন

মিউজিক ভিডিওসহ গানটি সম্প্রতি শিল্পী তারান্নুম আফরিনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। গানচিত্রটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। আর এতে মডেল হিসেবে কাজ করেছেন কামরুল ও জিনাত।

এর আগেও এ জুটির গান প্রকাশ হয়ে প্রশংসিত হয়েছে। এবারের রোমান্টিক এ গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, রোমান্টিক হলেও বেশ ভিন্ন কথা-সুরের গান এটি। গানটি যখন শুনি তখনোই ভালো লেগে যায়। গানটি এবার প্রকাশ পেলো। আমার বিশ্বাস ‘তোমার টানে’ সবার ভালো লাগবে। এদিকে গানটি প্রসঙ্গে তারান্নুম আফরিন বলেন, বেশ প্রত্যাশা নিয়ে গানটি তৈরি করা। অনেক মানুষের শ্রম রয়েছে গানটিতে। প্রত্যেকেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। রোমান্টিক এ গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।

বিজ্ঞাপন

গানটির সংগীত পরিচালক কলকাতার সৌরভ বাবাই চক্রবর্তী বলেন, শিল্পী, গীতিকবি, মিউজিশিয়ানসহ সহ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা। ভালো একটি কাজ করার চেষ্টা করেছি মাত্র। এখন গানটি শ্রোতাদের বিন্দামাত্র ভালো লাগলেই সেটা সার্থকতা আমাদের।

গানটির গীতিকবি বলেন, একটি ভালো গান তৈরির চেষ্টা ছিল। সেখান থেকেই গানটি লিখা। সৌরভ দাদা অসামান্য সুর করেছেন। মাহতিম-তারান্নুমের গায়কীও দারুণ হয়েছে গানটিতে।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |