ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আমাদের বিচ্ছেদ হয়নি, কনার স্বামীর ফেসবুক পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০২:৩১ এএম


loading/img
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও তার স্বামী গোলাম মো. ইফতেখার গহিন। ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন। তবে দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কনা। স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন তিনি। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) রাতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর কিছুক্ষণ পরই কনার স্বামী গহিন দাবি করেন, তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। তবে তাদের সংসার জীবনে সমস্যা চলছে।

ফেসবুক পোস্টে গহিন লিখেন, যারাই কনা নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মো. ইফতেখার বলছি- এখন পর্যন্ত দিলশাদ নাহার কনাকে নিয়ে যা লিখছেন তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা ২ জনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয় তার কারণ আমাদের বহুদিন চলে আশা পারাবারিক দ্বন্দ্ব হতে পারে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন লিখেন, কোনো পরকীয়া বা এই ধরনের যত্তসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তাই সকলকে অনুরোধ- না জেনে, না বুঝে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরণের সংবাদ প্রকাশ করবেন না দয়া করে।

প্রসঙ্গত, ভালোবেসে ২০১৯ সালের ২১ শে এপ্রিল গহিনকে বিয়ে করেন কনা। দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন বলে বুধবার রাতে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তায় বিচ্ছেদের খবর নিজেই জানান কনা।  

ফেসবুকে এক দীর্ঘ পোস্টে কনা লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।  

বিজ্ঞাপন

ভারাক্রান্ত হৃদয়ে তিনি লিখেছেন, এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে, বোঝাপড়ার মাধ্যমেই এই পথ বেছে নিয়েছি। আমরা একে অপরের সম্মান অক্ষুণ্ণ রেখে, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই। 

বিজ্ঞাপন

দাম্পত্যের জটিলতা পেরিয়ে গানে মনোযোগী হতে চান দাবি করে কনা বলেন, এই মুহূর্তে আমি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই, যেটি আমাকে এই পর্যন্ত এনেছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ। 

আরটিভি/কেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |