ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

কারাগারে বিয়ে, গোপালগঞ্জকে দুষলেন নোবেলের সাবেক স্ত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০১:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। গত ১৯ জুন কারাফটকে মামলার বাদীকে বিয়ে করার পর সম্প্রতি জামিন পান তিনি। এসব ঘটনার পর আজ গোপালগঞ্জ জেলাকে দুষলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

বিজ্ঞাপন

২০১৯ সালের নভেম্বর মাসে মেহরুবা সালসাবিল মাহমুদকে বিয়ে করেছিলেন নোবেল। শিল্পীর মাদকসেবন ও বিতর্কিত নানা কাণ্ডে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়ে যায় বলে জানিয়েছিলেন সালসাবিল। আজ ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেক জনের জামাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে—খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!

প্রসঙ্গত, নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। নোবেলের অনুরাগী ও সালসাবিলের অনুসারীরা নিশ্চিত হয়ে যান, নোবেলকে নিয়েই পোস্টটি লিখেছেন সালসাবিল। পরে অবশ্য তার ওই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি। সম্প্রতি এক গণমাধ্যমে সালসাবিল বলেছেন, তিনি দেশের বাইরে অবস্থান করছেন। নোবেলের সঙ্গে এখনোও তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি।

বিজ্ঞাপন

ছয় বছরের ক্যারিয়ারে গানের জন্য অনেক ভালোবাসা কুড়িয়েছেন মাঈনুল আহসান নোবেল। পাশাপাশি আলোচিত হয়েছেন উশৃঙ্খল জীবনের জন্য। একের পর এক বিতর্কের জন্ম দিয়ে গেছেন প্রতিভাবান এই কণ্ঠশিল্পী। অনেক সম্ভাবনা নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করলেও, শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি তার।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |