• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
মারা গেছেন ‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ
এআই ব্র্যাড পিটের প্রেমে ঘর ভাঙল ভক্তের, খোয়ালেন ১০ কোটি টাকাও
হলিউডের নামজাদা অভিনেতা ব্র্যাড পিট। মার্কিন মুলুক ছাড়াও বিশ্বব্যাপী তার অসংখ্য ভক্ত ও অনুরাগী রয়েছে। প্রিয় অভিনেতার অসুস্থতা, জীবন সংগ্রাম স্বাভাবিকভাবেই বিচলিত করে ভক্তদের। তার ওপর যদি থাকে প্রেম, তাহলে হয়তো সর্বস্ব উজাড় করে দিতেও দ্বিধা থাকে না কোনো। এমনই এক ঘটনা ঘটেছে অ্যানি নামে এক নারীর সঙ্গে। প্রিয় মানুষের দুর্দশায় আবেগে বিহ্বল হয়ে নিজের সাড়ে ৮ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রামানে প্রায় ১০ কোটি টাকা) খুইয়েছেন ৫৩ বছর বয়সী ফরাসী ওই নারী। শুধু তাই নয়, এর আগে স্বামীকে ডিভোর্স দিয়েছেন তিনি।  সব হারিয়ে তিনি বুঝতে পারলেন ভয়ানক এক প্রতারণার শিকার হয়েছেন। খবর স্কাই নিউজের।  প্রতিবেদন অনুযায়ী, অ্যানি নামে ওই নারীর সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট! সেই নারীর কাছে পিট দাবি করেন, তিনি অনেক অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার ছবি তুলেও পাঠানো হয় তাকে, সেইসঙ্গে চলে বিস্তারিত কথাবার্তা। জানানো হয়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলার কারণে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে তার; আর সে কারণেই নিজের চিকিৎসা খরচ চালাতে পারছেন না তিনি। অ্যানির দাবি, তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ব্র্যাড পিটের! যোগাযোগ চলাচকালীন অ্যানির কাছে দামি উপহার চাইতেন তিনি। চিকিৎসার জন্য চান অর্থ সাহায্যও।  মূলত, একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়েছিল অ্যানির। কিন্তু বৈবাহিক জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। এর মাঝেই ব্র্যাড পিট নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রেমের কবিতা এবং প্রেমের বার্তা পেতে শুরু করেন অ্যানি। তিনি এক প্রকার ধরেই নেন, ব্র্যাড পিটের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তার।  এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলে ৭ লাখ ৭৫ হাজার ইউরো ক্ষতিপূরণ পান অ্যানি। ব্র্যাড পিটের অ্যাকাউন্ট থেকে টাকা আদায়ের ঘটনাটি শুরু হয় তখনই। এরপর সেই টাকা থেকেই ব্র্যাড পিটকে চিকিৎসা সহায়তা পাঠান তিনি।  হঠাৎই অ্যানি খবর পান, ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গয়না ডিজাইনার ইনেস ডি রেমন। তখন বুঝতে পারেন অনেক বড় প্রতারণার শিকার হয়েছেন তিনি। এত দিন যাকে ব্র্যাড পিট হিসেবে জেনে এসেছেন, তিনি আদতে অভিনেতা ব্র্যাড পিট নন। এমনকি পিটের হাসপাতালের যেসব ছবি তিনি পেয়েছেন, সেগুলোর সবই ছিল নকল। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল সব।  এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঠাট্টা-বিদ্রুপের শিকার হচ্ছেন অ্যানি। পুলিশ অবশ্য প্রতারণার বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে ইতোমধ্যে। আরটিভি/এসএইচএম  
চমক নিয়ে আসছে ‘অ্যাভাটার থ্রি’
বাতিল হতে পারে অস্কার আয়োজন!
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন
আগুনে ঘরহারাদের জন্য বাড়ির দরজা খুলে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি
লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণ হারালেন সাবেক শিশু তারকা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। এতে প্রাণ হারিয়েছেন একজন সাবেক শিশু তারকা। তার নাম ররি সাইকস।  মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ররির মা শেলি সাইকস। তিনি নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, আমি গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় ছেলে @Rorysykes মালিবু অগ্নিকাণ্ডে গতকাল মারা গেছেন। আমি বিধ্বস্ত।  ররির মা আরও লিখেছেন, সে বহু সার্জারি এবং থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল এবং হাঁটতে শিখেছিল। দুর্ভোগের মধ্যেও ররি আফ্রিকা থেকে আন্টার্কটিকা পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করতে উৎসাহী ছিল। ১৯৯২ সালের ২৯ জুলাই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন ররি। শিশু অবস্থায় অস্ট্রেলিয়ায় চলে যান। পরে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। ১৯৯৮ সালে শৈশবকালে ব্রিটিশ টিভি শো ‘কিডি ক্যাপারস’ এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়ান শো ‘মর্নিংস উইথ কেরি-অ্যান’-এ উপস্থিত হয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পান। পাশাপাশি পেশাদার মোটিভেশনাল স্পিকার এবং দানবীর হিসেবেও সুপরিচিত ছিলেন তিনি। আরটিভি/এইচএসকে/এআর  
হলিউডে দাবানল  / ক্ষতিগ্রস্তদের জন্য ডিজনির ১৮৩ কোটি টাকা অনুদান ঘোষণা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেফ ব্রিজেস, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে।  সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। শুধু তাই নয়, দাবালনের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। এ ঘটনায় সমবদেনা জানাচ্ছেন বিশ্ববাসী।   ইতোমধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস। এবার বড় অঙ্কের অনুদানের ঘোষণা দিল প্রভাবশালী স্টুডিও ডিজনি।  মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ জানুয়ারি ১৫ মিলিয়ন ডলার বা ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায় যাবে ডিজনির এই অনুদান। ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এ ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবে। গণমাধ্যম সূত্রটি আরও জানায়, দাবানলের এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণ দিয়েছে আরেকটি প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও। সংস্থাটি জানিয়েছে, দাবানলের ঘটনায় ভীষণভাবে মর্মাহত তারা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি প্রতিষ্ঠানটির পূর্ণ সমবেদনা আছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলেও বিবৃতিতে উল্লেখ করে প্যারামাউন্ট গ্লোবাল। আরটিভি/এইচএসকে/এআর  
আগুনে পুড়ে ছাই প্যারিস হিলটনসহ হলিউড তারকাদের বাসভবন
যুক্তরাষ্ট্রের লস অঞ্জেলেসে ভয়াবহ দাবানল থেকে রক্ষা পায়নি হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদগুলোও। আগুনে পুড়ে ছাই হয়েছে প্যারিস হিলটনসহ বেশ কয়েকজন তারকার বাসভবন। যাদের মধ্যে রয়েছেন অ্যান্থনি হপকিন্স, জেফ ব্রিজেস, বিলি ক্রিস্টাল, ইউজিন লেভি, জন গুডম্যান, মার্ক হ্যামিল, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েস, অ্যাডাম ব্রডি, মাইলস টেলার, জেমস উডস, জেমি লি কার্টিস, ম্যান্ডি মুরসহ আরও অনেক তারকা। তাদের বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। খবর এএফপির। হলিউড তারকা প্যারিস হিলটনের সমুদ্রতীরবর্তী মালিবুর বাড়িটি পুরোপুরি ভূস্মীভূত হয়ে গেছে। টেলিভিশনে সরাসরি নিজের বাড়ি পুড়তে দেখেছেন তিনি। ইনস্টাগ্রামে প্যারিস হিলটন লিখেছেন, আমার হৃদয় ভেঙে পড়েছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেকের জন্যই আমার হৃদয় ব্যথিত। এই ধ্বংসযজ্ঞ অকল্পনীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পুড়ে যাওয়া বাড়ির ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন জনপ্রিয় এই তারকা। ভিডিওর ক্যাপশনে প্যারিস হিলটন লিখেছেন, বাড়ির সঙ্গে পুড়ে গেছে মূল্যবান অনেক স্মৃতি।  দুইবারের অস্কার বিজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিন্স হলিউডে তার বিলাসবহুল বাড়িটি হারিয়েছেন বলে জানা গেছে। সামাজিকমাধ্যমের একটি ছবিতে দেখা যায়, ৮৭ বছর বয়সী এই পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। অস্কার বিজয়ী আরেক তারকা জেফ ব্রিজেসও তার মালিবুর বাড়িটি হারিয়েছেন। ‘হ্যারি মেট স্যালি’ খ্যাত তারকা বিলি ক্রিস্টাল জানিয়েছেন, যে বাড়িটিতে তিনি ৪৬ বছর ধরে বাস করছিলেন আগুনে তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই এলাকায় ‘শিটস ক্রিক’ ও ‘আমেরিকান পাই’ খ্যাত অভিনেতা ইউজিন লেভির একটি বাড়িও পুড়ে গেছে। রক্ষা পায়নি ‘রোজান’ খ্যাত অভিনেতা জন গুডম্যানের বাড়িটিও। ‘স্টার ওয়ার্স’ তারকা মার্ক হ্যামিল ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন,  তিনি তার আগুনে পোড়া মালিবুর বাড়ি থেকে স্ত্রী এবং পোষা কুকুরকে নিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন। দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক। তবে দাবানলে বেনের বাড়িটি অক্ষত আছেন। গার্নারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর নিজের বাড়িটি এই তারকা একবার দেখেও এসেছেন। বাড়িটি বেন ছয় মাস আগে কিনেছেন ২ কোটি ডলার খরচ করে। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল যেমন শত শত মানুষের ঘরবাড়ি কেড়ে নিয়েছে, তেমনি ওয়ার্ল্ড শোবিজ রাজধানীর কিছু অংশ ধ্বংস করে দিয়েছে।  
দাবানল থেকে প্রাণে বেঁচে যা বললেন নোরা ফাতেহি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারও মানুষ। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। এ তালিকায় রয়েছেন—প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি প্রমুখ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপিনিউজ এ খবর প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, দাবানলের আগুনে ১ হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি কয়েকজনের নিহতের খবরও জানা গেছে। এদিকে, লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের মধ্যে আটকা পড়েছিলেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। কয়েক মুহূর্তের নোটিশে তাকে জায়গা খালি করতে হয়েছে দাবানলের হাত থেকে প্রাণে বাঁচতে! শেষমেশ অক্ষত দাবানলের হাত রক্ষা পেয়েছেন বলিউডের আইটেম গার্ল। বেঁচে ফিরলেও আতঙ্ক কাটেনি নোরার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি)  ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে তার কষ্টের কথা জানান নোরা। নিজের সুস্থতা সম্পর্কে ভক্তদের আপডেট জানিয়ে নোরা বলেন,আমি লস অ্যাঞ্জেলসে আছি এবং দাবানলে সব পুড়ছে। আমি কখনও এমন কিছু দেখিনি, পাগলের মত পরিস্থিতি। আমরা মাত্র ৫ মিনিট আগে এই জায়গা খালি করার আদেশ পেয়েছি। তাই আমি তাড়াতাড়ি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে, এই এলাকা থেকে সরে যাচ্ছি। অভিনেত্রী আরও যোগ করেন যে তিনি বিমানবন্দরের কাছাকাছি থাকার পরিকল্পনা করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিমান ধরে লজ অ্যাঞ্জেলস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নোরা বলল, আমি বিমানবন্দরের কাছাকাছি যাচ্ছি এবং সেখানেই থাকব, কারণ আজ আমার একটি ফ্লাইট আছে এবং আমি সত্যিই আশা করি আমি এটি ধরতে পারব। আমি আশা করি এটি বাতিল হবে না কারণ পরিস্থিতি ভীতিজনক। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি আপনাদের আপডেট দিতে থাকব। আশা করছি সময়মতো বের হতে পারব। এবং আমি সত্যিই আশা করি লস অ্যাঞ্জেলেসের লোকেরা নিরাপদে থাকবে। এর আগে নোরা গাড়ির অন্দর থেকে আগুনের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেন, এলএ ফায়ারের লেলিহান শিখা… আশা করি সবাই ভালো আছেন। আরটিভি/এএ/এআর   
দাবানলের প্রভাবে অস্কার কার্যক্রমও স্থগিত, বাড়লো ভোটের সময়
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারও মানুষ। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। এ তালিকায় রয়েছেন— প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি প্রমুখ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপিনিউজ এ খবর প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, দাবানলের আগুনে ১ হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি কয়েকজনের নিহতের খবরও জানা গেছে। এদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অস্কার মনোনয়ন ঘোষণাও স্থগিত করা হয়েছে। তাই ভোটিংয়ের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্কার মনোনয়ন ভোটিং ১২ জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। সেটি বাড়িয়ে এখন ১৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে অস্কার মনোনয়ন ঘোষণার তারিখ ১৭ জানুয়ারির পরিবর্তে ১৯ জানুয়ারি করা হয়েছে। অ্যাকাডেমির পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় সিইও বিল ক্রেমার বলেন, আমরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি। অস্কার ছাড়াও বেশ কিছু সিনেমার প্রিমিয়ার, প্রেস কনফারেন্স বাতিল করা হয়েছে। ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান স্থগিত করে ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এএ 
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ছে তারকাদের বাড়িঘর
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারও মানুষ। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারা। এ তালিকায় রয়েছেন— প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি প্রমুখ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপিনিউজ এ খবর প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, দাবানলের আগুনে ১ হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি কয়েক জনের নিহতের খবরও জানা গেছে।   দাবানলের গতি ও ভয়াবহতায় দমকল কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন এপিকে বলেন, আমাদের কর্মীরা বিপর্যয় মোকাবিলায় লড়াই করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে পরিস্থিতি সামলাতে লস অ্যাঞ্জেলেসে পর্যাপ্ত ফায়ার কর্মী নেই। এদিকে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় হলিউড হিলসে নতুন করে আগুন লাগে, যা হলিউড বুলেভার্ড থেকে মাত্র কয়েক শ’ মিটার দূরে অবস্থিত। যেখানে গ্রুম্যানস চাইনিজ থিয়েটার, ওয়াক অব ফেম ও এল ক্যাপিটান থিয়েটারের মতো দর্শনীয় স্থান আছে। পরিস্থিতি সামলাতে ঐতিহাসিক এলাকাটির কিছু সড়ক খালি করার নির্দেশ দেয়া হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছিলেন।  অস্কারজয়ী তারকা জেমি লি কার্টিসও দাবানলের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, তাদের প্রিয় এলাকাটি শেষ হয়ে গেছে। তবে তাদের বাড়িটা নিরাপদ আছে। কিন্তু অন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। অন্যদিকে, ‘স্টার ওয়ারস’ তারকা মার্ক হ্যামিল ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তিনি তার স্ত্রী ও পোষা কুকুরকে সঙ্গে নিয়ে মালিবু এলাকার বাড়িটি ছেড়েছেন। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সে রাস্তায়ও আগুন জ্বলছিল। এলএএফডির মার্গারেট স্টুয়ার্ট বলেন, আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা চাই না মানুষ আটকে থাকুক। আমরা চাই সবাই নিরাপদে বেরিয়ে আসুক। অন্যদিকে, আকস্মিক দাবানলের কারণে হলিউডের রাস্তায় যানজট সৃষ্টি হয়। মানুষের এলাকা ছাড়তে কিছুটা সমস্যা হচ্ছে। আরটিভি/এএ/এস  
গোল্ডেন গ্লোব পুরস্কার পেলেন যারা
চলচ্চিত্র ও টেলিভিশনের সম্মানসূচক পুরস্কার ‘গোল্ডেন গ্লোব’। সোমবার (৬ জানুয়ারি) বরাবরের মতোই এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসেছিল অনুষ্ঠানটির ৮২তম আসর। এ দিন বিভিন্ন শাখায় বিজয়ী তারকদের হিাতে তুলে দেওয়া হয় সেরার পুরস্কার। চলতি বছর যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার ঘরে তুলেছে এমিলিয়া পেরেজ ও শোগুন। চলুন একনজরে দেখে নিই এবারের ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পেলেন যারা—  সিনেমা সেরা মোশন পিকচার (ড্রামা) : দ্য ব্রুটালিস্ট সেরা মোশন পিকচার (মিউজিক্যাল বা কোমেডি) : এমেলিয়া পেরেজ সেরা মোশন পিকচার (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ) : এমেলিয়া পেরেজ সেরা পরিচালক (মোশন পিকচার) : ব্রেডি কর্বেট (দ ব্রুটালিস্ট) সেরা অভিনেত্রী (ড্রামা) : ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার) সেরা অভিনেতা (ড্রামা) : অ্যাড্রিয়ান ব্রোডি ( দ্য ব্রুটালিস্ট) সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি) : ডেমি মুর (দ্য সাবটেন্স) সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি) : সেবেস্টিয়ান স্টেন (এ ডিফারেন্ট ম্যান) সেরা স্ক্রিনেপ্লে (মোশন পিকচার) : পিটার স্ট্রোঘন (কনক্লেভ) সেরা অরিজিন (মোশন পিকচার) : ট্রেন্ট রেজনার এবং অ্যাটিকস রস (চ্যালেঞ্জার্স) সেরা অরিজিনাল সং– মোশন পিকচার) : ‘এল মাল’ (এমিলিয়া পেরেজ) টেলিভিশন বেস্ট টেলিভিশন সিরিজ (ড্রামা) : শোগুন বেস্ট টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : হ্যাকস বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ : বেবি রেইনডিয়ার সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ (ড্রামা) : অন্না সাওই (শোগুন) সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : জেরেমি অ্যালেন হোয়াইট ( দ্য বিয়ার) সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : জিন স্মার্ট (হ্যাকস) সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ (ড্রামা) : হিরোইউকি সানাদা (শোগুন) এ ছাড়াও তালিকায় রয়েছে জডি ফোস্টার (ট্রু ডিটেক্টিভ : নাইট কান্ট্রি), কলিন ফেরেল (দ্য পেঙ্গুইন), জেসিকা গানিং (বেবি রেইনডিয়ার) ও তাদানোবু আসানো (শোগুন)।  চলতি বছর ‘গোল্ডেন গ্লোব’সঞ্চালনা করেন মেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেত্রী ও সঞ্চালক নিকি গ্লেজার। পুরস্কারটির ইতিহাসে এই প্রথম কোনো নারী এককভাবে অনুষ্ঠানটির সঞ্চালনা করলেন।    আরটিভি/এইচএসকে