• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী সিলভিয়া পিনাল
২ কোটি টাকারও বেশি মাদক নিয়ে আটক অভিনেত্রী
প্রায় ৪০ কেজি গাঁজাসহ আটক হয়েছেন নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ তারকা ওলগা বেডনারস্কা; যার বাজারমূল্য ২ কোটি টাকারও বেশি। নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ শো দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই তারকা যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই টিভি তারকা এরই মধ্যে আদালতে বিপুল পরিমাণ মাদক নিয়ে যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন। জানা গেছে, বেডনারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। যেখানে কর্মকর্তারা দুটি স্যুটকেসে ১ লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক শনাক্ত করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় দুই কোটি ৩৭ লাখ টাকারও বেশি গ্রেপ্তারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয়, তাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে। তাকে ২০ মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয়।  সেই সাজায় উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী যদি ২০২৬ সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন, তবে তাকে ২০ মাস জেল খাটতে হবে। বেডনারস্কা আদালতে দাবি, তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে। সে জন্য তাকে ১৮ হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেওয়া হবে। এর মধ্যে মাদক আছে তা জানতেন না তিনি।  তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে বলেন, আপনি এমন একজনের ওপর বিশ্বাস রেখেছিলেন, যাকে আপনি খুব ভালোভাবে জানতেন না। এটাও একটা অন্যায়। আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন। নিজে লাভবান হওয়ার আশায় যাচাই না করেই অবৈধ জিনিস বহন করেছেন। ডেইলি মেইলের প্রতিবেদন ‍অনুসারে, যখন অভিনেত্রীকে এয়ারপোর্টে আটক করা হয়, তখন তিনিস স্যুটকেসের কোডও জানতেন না। প্রায় ১৬ হাজার ইউরোর ঋণে ডুবে গিয়েছিলেন অভিনেত্রী। তিনি তার আয় থেকে বেশি খরচ করতেন। ঋণ থেকে বাঁচার জন্যই তিনি অন্যের জিনিস আনা-নেওয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। আরটিভি/এএ
রেকর্ড সৃষ্টি করে পর্দায় আসছে ‘মোয়ানা ২’
ট্রাম্পকে নিয়ে ভয়ে হলিউড তারকারা, বিপদে অভিনেতা
টেইলর সুইফটের গানে নাচলেন জাস্টিন ট্রুডো
নিখোঁজের দুই সপ্তাহ পর খোঁজ মিলল অভিনেত্রীর, অতঃপর...
‘ক্যান্ডিম্যান’খ্যাত অভিনেতা টনি টড আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেতা টনি টড। গত ৬ নভেম্বর লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর। অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। টনির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী ফাতিমা।   ইনসমনিয়াক গেমস স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছে, ‘আমাদের বন্ধু টনি টডের মৃত্যুতে শোকস্তব্ধ ইনসমনিয়াক গেমস। মার্ভেলের ‘স্পাইডার ম্যান টু’প্রযোজনার সময় তিনি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন আমাদের স্টুডিয়োতে।’ টনি টড ১৯৫৪ সালে ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেক্টিকাটে বেড়ে ওঠেন তিনি। মূলত সেখানেই অভিনয়ের প্রতি প্রেম জন্মায় তার। মঞ্চ থেকে শুরু হলেও পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন টনি। ‘ক্যান্ডিম্যান’সিনেমায় খুনির চরিত্রে নজর কাড়েন তিনি। ‘ফাইনাল ডেস্টিনেশন’ফ্র্যাঞ্চাইজিতে তার অভিনয় এখনও গেঁথে আছে অনুরাগীদের মনে। এর পাশাপাশি ‘স্পাইডার ম্যান টু’সিনমোয় ভেনমের চরিত্রেও সাড়া ফেলেন অভিনেতা। হরর ঘরানার সিনেমায় অবদান রয়েছে টোনির। বিশেষ করে ‘ক্যান্ডিম্যান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ‘নিউ ইয়র্ক সিটি হরর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’পান তিনি।  ক্যারিয়ারে ২৪০টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনে কাজ করেছেন টনি। সর্বশেষ তাকে ‘ফাইনাল ডেস্টিনেশন-ব্লাডলাইনস’সিনেমায় দেখা যাবে তাকে। ২০২৫ সালে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। আরটিভি/এইচএসকে
ট্রাম্পের জয়ে দেশ ছাড়তে পারেন যেসব হলিউড সেলিব্রিটি
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গত ৫ নভেম্বর শেষ হয়েছে মার্কিন নির্বাচন। এতে ২৯৫ ইলেক্টোরাল ভোট পেয়ে কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (দ্বিতীয় বার)। তবে তার জয়ে খুশি নন অনেক হলিউড তারকা। ফলে নির্বাচনে ট্রাম্প জিতে যাওয়ায় মার্কিন মুলুক ছাড়তে চাচ্ছেন অনেকে। ফক্স নিউজের এক প্রতিবেদন অনুযায়ী দেখে নেওয়া যাক তালিকায় রয়েছেন কোন কোন হলিউড সেলিব্রিটি—  রাভেন-সাইমন ২০১৬ সালে যখন প্রথমবার ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, সেসময় অভিনেত্রী রাভেন-সাইমন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ছেড়ে দেবেন তিনি। মার্কিন মুলুকে তার ভবিষ্যৎ নাকি অন্ধকার। মূলত এ কারণে দেশ ছেড়ে চলে যেতে পারেন রাভেন-সাইমন। শ্যারন স্টোন যুক্তরাষ্ট্র ছেড়ে ইতালি চলে যেতে চাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন। চলতি বছর জুলাইয়ে তিনি জানিয়েছিলেন, মার্কিন মুলুক ছেড়ে ইতালি চলে যাবেন। সেখানে একটি বাড়ি আছে অভিনেত্রীর।  এর আগে, ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যারন বলেছিলেন, এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন। সোফি টার্নার ট্রাম্পের জয়ের পর ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নারও জানিয়ে দিয়েছেন মার্কিন মুলুক থেকে নিজের জন্মস্থান ইউকে’তে চলে যাবেন তিনি। চের বরাবরই ট্রাম্পের সমালোচনা করেছেন মার্কিন অভিনেত্রী-গায়িকা চের। ২০২৩ সালে ‘দ্য টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চের জানিয়েছিলেন, ট্রাম্পের প্রেসিডেনশিয়াল রুলের সময় স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। এবারও যদি তিনি প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন, তাহলে দেশে ছেড়ে বেরিয়ে যেতে হবে আমাকে। মিনি ড্রাইভার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার। চলতি বছরের জুলাইয়ে ‘দ্য টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে মিনি জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসে তিন দশক থাকার পর ইউকে’তে ফিরে গেছেন তিনি। মূলত ট্রাম্পের জয়ের সম্ভাবনার বিষয়টি আঁচ করে আগেই জলে গেছেন তিনি। আরটিভি/এইচএসকে/এসএ
ট্রাম্প-কমলার ভোটের লড়াই, কার পক্ষে হলিউডের কোন তারকা?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েক প্রহরের অপেক্ষা। ইতোমধ্যে প্রচারণাভিযান শেষ করেছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। জনমত জরিপগুলো বলছে, মার্কিন ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এবার। এদিকে দুই নেতার মধ্যে চলছে ব্যাপক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাঝে অনেক তারকা তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে অবস্থান স্পষ্ট করেছেন। হলিউডের সুপরিচিত গায়িকা টেলর সুইফট কমলা হ্যারিসের সমর্থনে এগিয়ে এসেছেন। টেলর হ্যারিসকে জানিয়েছেন যে, যদি তিনি সেপ্টেম্বরে নির্বাচনে দাঁড়ান, তবে তিনি তাকে ভোট দেবেন। টেলরের মতোই, বিখ্যাত গায়িকা এবং গীতিকার বিয়ন্সেও কমলা হ্যারিসকে সমর্থন করছেন। সম্প্রতি, বিয়ন্সে কমলা হ্যারিসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার সমর্থন জানান। গায়িকা বিলি এইলিশও হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। এ ছাড়া ব্রুস স্প্রিংস্টিন, যিনি ‘দ্য বস’ নামে পরিচিত, ২৮ অক্টোবর ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিসের সমাবেশে পারফর্ম করে হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। তিনি তার ১৯৭৮ সালের জনপ্রিয় গান ‘দ্য প্রমিজড ল্যান্ড’ গেয়েছেন, যা হ্যারিসের প্রচারণার মূল বার্তাকে নির্দেশ করে। এ ছাড়াও জুলিয়া রবার্টস, অপেরা ওইনফ্রে, জেনিফার অ্যানিস্টন ও লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো বৈশ্বিক তারকা হ্যারিসের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন। রাজনীতির এই মাঠে প্রবীণ অভিনেত্রী জেনিফার লোপেজও কমলা হ্যারিসকে সমর্থন করছেন। তিন দিন আগে লোপেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি হ্যারিসের সমাবেশে যোগদান করেছেন। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার জন্য উঠে এসেছে জেসন অ্যাল্ডিয়ানের নাম। তিনি গত মাসে জর্জিয়ায় একটি সমাবেশে ট্রাম্পের প্রতি তার সমর্থন প্রদর্শন করেন। এ ছাড়া সাবেক রিয়েলিটি টিভি তারকা অ্যাম্বার রোজও ট্রাম্পের পক্ষাবলম্বন করেছেন এবং তিনি মিলওয়াকিতে ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিয়েছিলেন। র‌্যাপার ওয়াকা ফ্লোকা ফ্লেম, মিউজিশিয়ান কিড রক এবং অভিনেতা জাচারি লেভি ট্রাম্পকে সমর্থন করছেন। সমর্থন করেছেন কিম কার্দাশিয়ান, কেনি ওয়েষ্ট, জন ভয়েটের মতো বিনোদন জগতের তারকারা। পাশাপাশি বিখ্যাত কুস্তিগীর হাল্ক হোগান এবং ব্যবসায়ী ইলন মাস্কও ট্রাম্পকে প্রেসিডেন্ট করার পক্ষে অবস্থান নিয়েছেন। এই তারকাদের সমর্থন জনগণের কাছে কতটা প্রভাব বিস্তার করবে তা আজ নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। তারকাদের সমর্থন তাদের লাখো কোটি ভক্ত অনরাগীদের মনে প্রভাব ফেলতে পারে এবং তাদের সমর্থন একটি প্রার্থীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রতিটি প্রার্থীই নিজের পাশে জনপ্রিয় তারকাদের সমর্থন চান।    আরটিভি /এএ/এসএ
কনসার্ট চলাকালীন মঞ্চের গর্তে পড়ে গেলেন গায়ক ক্রিস মার্টিন
মাঝে মধ্যেই কনসার্টে সংগীতশিল্পীদের সঙ্গে মঞ্চে থেকে পড়ে যাওয়া কিংবা আঘাত পাওয়ার ঘটনা ঘটে। এবার শো চলাকালীন মঞ্চের গর্তে পড়ে যান গায়ক ক্রিস মার্টিন। রোববার (৩ নভেস্বর) মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে কনসার্টের সময় মঞ্চের এক অদৃশ্য গর্তে পড়ে গিয়ে আহত হন তিনি।    সৌভাগ্যক্রমে গুরুতর আঘাত না পাওয়ায় দ্রুত উঠে নিজের পারফর্মেন্স চালিয়ে যান ক্রিস। ইতোমধ্যে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।    ওই ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালীন মঞ্চে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন ক্রিস। পেছনদিকে খেয়াল না করে উল্টোদিকে হাঁটছিলেন। আর তখনই মঞ্চে থাকা ট্র্যাপ ডোরে পড়ে যান গায়ক। তবে সেখানে থাকা ক্রু সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন তাকে। ফলে খুব একটা চোট পাননি ক্রিস। সেখান থেকে উঠে নিজেকে একটু সামলে নিয়ে ঠাট্টার সুরে গায়ক বলেন, এটা একেবারেই প্ল্যান করা ছিল না। আমাকে ধরার জন্য ধন্যবাদ ভাই। এটা পুরোপুরি একটা ইউটিউব মোমেন্ট ছিল।   আরটিভি/এইচএসকে  
পুত্রসন্তানের মা হলেন ‘বার্বি’ তারকা
প্রথমবারের মতো মা হলেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। গত ১৭ অক্টোবর পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। অভিনেত্রীর স্বামী ব্রিটিশ প্রযোজক টম একারলি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর চলতি বছরের জুলাইয়ে দেখা যায় রবিকে। সেসময় লন্ডনের এক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন টম-মার্গো। ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে প্রথম দেখা দুজনের। সেই সিনেমার অভিনেত্রী ছিলেন মার্গো। অন্যদিকে সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন টম। এরপরই এক অপরের প্রেমে পড়েন তারা।  বিয়ের পর ‘লাকি চ্যাপ’ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন টম-মার্গো। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।  প্রসঙ্গত, সর্বশেষ গেল বছরের আলোচিত ‘বার্বি’ সিনেমায় পর্দায় দেখা গেছে মার্গোকে। এ ছাড়া মুক্তি পেয়েছে তার প্রযোজিত সিনেমা ‘সল্টবার্ন’। অন্যদিকে ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি ‘কুইন অব দ্য ইয়ার’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে মার্গোর।   আরটিভি/এইচএসকে  
বাবাকে শেষ মেসেজ পাঠিয়ে অভিনেতার আত্মহত্যা
মার্কিন অভিনেতা-গায়ক সেবাস্তিয়ান কিডার মাত্র ২৪ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন নয়া ফেরের দেশে। সম্প্রতি জর্জিয়ার নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায় তাকে। আমেরিকার জনপ্রিয় রেসলার রিক ফ্লেয়ারের সৎ-ছেলে সেবাস্তিয়ান।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। মৃত্যুর ঠিক আগমুহূর্তে তার বাবাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি। জর্জিয়ার গুইনেট কাউন্টি পুলিশ বিভাগের মুখপাত্র রায়ান উইন্ডারউইডেল মর্মান্তিক এ ঘটনার ব্যাপারে কথা বলেছেন। তিনি জানান, সেবাস্তিয়ান কিডারের বাবা পল (জন্মগত বাবা) জানিয়েছেন তিনি ছেলের কাছ থেকে প্রায় ৪টার দিকে একটি মেসেজ পেয়েছিলেন। মৃত্যুর প্রায় আগমুহূর্তে পাঠিয়েছিলেন সেই বার্তা। তার বাবা পল তখন জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করেন এবং ছেলেকে কিছুক্ষণ পর তাদের পারিবারিক বাড়ি থেকে গুলিতে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেবাস্তিয়ানের টেবিল থেকে একটি খাম পেয়েছেন, যার ভেতরে একটি চিরকুট রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি স্প্রিংফিল্ড আর্মোরি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে সেবাস্তিয়ানের সৎ-বাবা রিক ফ্লেয়ার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, সেবাস্তিয়ানের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তিনি। মা ওয়েন্ডি বার্লো জানিয়েছেন, ছেলের মৃত্যুর খবরে তিনি বিধ্বস্ত এবং হতবাক হয়েছেন। প্রসঙ্গত, সেবাস্তিয়ান কিডার একজন তরুণ অভিনেতা ছিলেন। এরইমধ্যে তিনি ‘১২ আওয়ার শিফট’, ‘ব্যুরিড কেইন’ ও ‘সেলিব্রিটি ওয়াইফ সোয়াপ’ সিনেমা দিয়ে দর্শকমহলে তিনি পরিচিত নাম। এ ছাড়া সাম্প্রতিক সময়ের একটি কনসার্টে নিজের প্রথম অ্যালবাম প্রকাশের ব্যাপারেও কথা বলেছিলেন সেবাস্তিয়ান।  
কনসার্টের মাঝেই ভক্তদের যে সারপ্রাইজ দিলেন টেলর সুইফট
পপ সম্রাজ্ঞী টেলর সুইফট। বিগত কয়েক বছর ধরে কনসার্ট থেকে রেকর্ডকৃত গান সবখানেই রাজত্ব চলছে তার। গত বছর শুরু হওয়া গায়িকার ‘দ্য এরাস ট্যুর’ বিশ্বব্যাপী মাতিয়ে যাচ্ছে। আমেরিকান এই পপ গায়িকার প্রতিটি কনসার্টে ঢল নামে শ্রোতা-দর্শকদের। সুইফটের এরাস ট্যুর মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। প্রতিবারই মঞ্চে নিত্যনতুন চমক রাখেন তিনি। এবার কনসার্টের মাঝেই ভক্তদের সারপ্রাইজ দিলেন টেলর সুইফট। গত ২৬ অক্টোবর রাতে পারফর্ম করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিনসে। বরাবরের মতো নানা সাজ-পোশাকে মঞ্চে গান গেয়ে দর্শক মাতিয়েছেন তিনি। এদিন তার সঙ্গে গলা মিলিয়েছে প্রায় ৬৫ হাজার দর্শক-শ্রোতা।  কনসার্ট চলাকালীন হঠাৎ আরেক জনপ্রিয় গায়িকা সাবরিনা কার্পেন্টারকে সারপ্রাইজ হিসেবে মঞ্চে ডেকে আনেন সুইফট।  এর আগে সুইফট বলেন, আজ আমি এমন একটি গান গাইতে চলেছি, যেটা আমার নয়। গান যিনি গেয়েছেন, তাকে আমি সত্যিই অনেক ভালোবাসি। তোমরাও কি আমার মতোই গানটি ভালোবাসো? তিনি আরও বলেন, আমি জানি, কিছুটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। কারণ, আমি আমার বন্ধুকে ভালোবাসি এবং সাবরিনাকে নিয়ে আমি খুব গর্বিত। অতঃপর নিজের মুঠোফোন হাতে নেন সুইফট।  সাবরিনাকে কল দিয়ে লাউড স্পিকার অন করে গায়িকা বলেন, নিউ অরলিনসের কনসার্টে তোমার ‘এসপ্রেসো’ গানটির কিছু অংশ গেয়েছি আমি। তোমাকে কল দিয়েছি শুধু এটা বলার জন্য যে, তুমি কোথায়? এখানে আমাদের সঙ্গে নেই কেন?’ এ কথার বিপরীতে সাবরিনা জানান, সুইফটের খুব কাছেই আছেন তিনি। যেখান থেকে মঞ্চে উঠতে পাঁচ সেকেন্ড লাগবে! এরপরই সবাইকে চমকে দিয়ে সাবরিনা মঞ্চে উঠলে দর্শকের উচ্ছ্বাস বেড়ে যায় কয়েক গুণ। পরে যৌথভাবে ‘এসপ্রেসো’ গানটিতে পারফর্ম করেন তারা।