• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
সায়রা বানুকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এ আর রহমান
মা হচ্ছেন নিমরত কৌর!
বেশ কিছুদিন ধরে একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়াসহ নেটদুনিয়ায়। অভিষেক বচ্চন ও নিমরত কৌর প্রেম করছেন। এ আলোচনার মধ্যেই অভিনেত্রী নিমরত কৌরের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে প্রকাশ্যে আসে অভিনেত্রীর পেট। তার মেদযুক্ত পেট দেখে অনেকে মনে করতে শুরু করেন, অন্তঃসত্ত্বা তিনি। আবার কেউ কেউ বলছেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা অভিষেক বচ্চন! ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। নেটদুনিয়ায় ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে। প্রসঙ্গত, ‘দশভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নিমরত। তখন থেকেই চেনাজানা দুজনের। এ ছবির শুটিং থেকেই নাকি মন দেওয়া নেওয়ার শুরু নিমরত-অভিষেকের। শুধু তাই নয়, নিমরতের কারণে নাকি ভাঙতে বসেছে ঐশ্বরিয়ার সংসার। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি কেউই। আরটিভি/এইচএসকে/এস
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এ আর রহমান
এ আর রহমানের পর এবার তার টিমের নারী গিটারিস্টের বিচ্ছেদ ঘোষণা
পাপারাজ্জিদের সঙ্গে যে কারণে দ্বন্দ্বে জড়ালেন তাপসী
সংসার ভাঙল এ আর রহমানের, প্রতিক্রিয়ায় যা বললেন ছেলে
মহানবি (সা.)-কে সম্মান করতে কোনো ধর্ম বাধা হতে পারে না: স্বরা ভাস্কর
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর, রক্ষণশীল রাজনৈতিক দল বিজেপির কট্টর সমালোচক। ছেড়ে কথা বলেন না ক্ষমতাসীন দলটিকে। এবার স্বামী রাজনৈতিক ফাহাদ আহমেদের নির্বাচনেও সরব হয়েছেন তিনি। গেরুয়াবাহিনীর পরোয়া না করে গাইছেন ইসলামের জয়গান। তার মতে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে সম্মান করতে কোনো ধর্ম বাধা হতে পারে না। হিন্দু পরিবারে জন্ম স্বরার। বিয়ে করেন ভারতের সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদকে। ইসলাম ধর্মের অনুসারীকে বিয়ে করায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এবার ফাহাদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়েই সেই কটাক্ষের জবাব দিলেন। স্বরা বলেন, মুহাম্মদ (সা.)-কে সম্মান করতে কোনো বিশেষ ধর্মের হতে হয় না। যেকোনো ধর্মে থেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মানবকে সম্মান করা যায়। তিনি বলেন, এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে নবি মুহাম্মদ (সা.)-কে সম্মান জানানোর জন্য কোনো ধর্ম বা জাত লাগে না। সেটা কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির ৬ তারিখ দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে বিয়ে সম্পন্ন করেন তারা। আরটিভি /এএ/এস
মানসিক রোগে ভুগছেন আমির
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালকও। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই। এবার জানা গেল, মানসিক রোগে ভুগছেন আমির।   শুধু তিনিই নন, অভিনেতার মেয়ে ইরা খানও এই রোগে আক্রান্ত। ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। সম্প্রতি নেটফ্লিক্সের একটি পডকাস্টে মেয়ে ও নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন আমির।  এ প্রসঙ্গে অভিনেতা বলেন, বিগত এক বছর ধরে আমি আর আমার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছি। আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই চিকিৎসা নিতে হচ্ছে আমাদেরকে। শুরুতে আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ। আমির আরও বলেন, মানসিক রোগ থেকে মুক্তি পেতে এটা সত্যি কার্যকর। ইতোমধ্যে আমাদের জীবনে সেটা প্রমাণিত হয়েছে। যদি জীবনে কোনো মানসিক চাপ বা সম্পর্কে কোনো সমস্যা থেকে। তাহলে আমার মনে হয় সকলেরই থেরাপিস্টের কাছে যাওয়া উচিত। এতে জীবন এবং সম্পর্কের মান দুটোই উন্নত হয়। থেরাপি প্রসঙ্গে অভিনেতার মেয়ে ইরা বলেন, এই থেরাপি নেওয়ার পর আমাদের সম্পর্কে যে সমস্যা ছিল তা অনেকটাই কেটে গেছে। এটা শুধু আমাদের সম্পর্কের উন্নতির পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়াও ধীরে ধীরে বাড়ছে। প্রসঙ্গত, ১৯৮৬ সালের ১৮ এপ্রিল পরিবারের বিপক্ষে গিয়ে বাড়ি থেকে পালিয়ে প্রথমে রীনা দত্তকে বিয়ে করেন। কিন্তু দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ২০০২ সালে বিচ্ছেদ হয় রীনা-আমিরের। ইরা তাদেরই সন্তান।  পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে জুনায়েদ নামের একটি ছেলে রয়েছে তাদের। তবে দুর্ভাগ্যবশত ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন কিরণ-আমিরও।   আরটিভি/এইচএসকে 
রাইমা-রিয়া সেনের বাবা আর নেই
মারা গেছেন বলিউডের দুই অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেনের বাবা ভরত দেব বর্মা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে দক্ষিণ কলকাতার নিজবাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। রাইমা-রিয়ার মা মুনমুন সেনও একজন জনপ্রিয় অভিনেত্রী, তারা বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি।  ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এদিন সকালে শরীরে অস্বস্তিবোধ করেন ভরত দেব। দ্রুত ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে খবরটি জানালে সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।    ১৯৭৮ সালের ২৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন মুনমুন-ভরত দেব। ত্রিপুরার রাজ পরিবারের ছেলে তিনি। নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন।  ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী। যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। ১৯৪১ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্র কিশোর দেব বর্মার ছেলে ভরত দেব।   আরটিভি/এইচএসকে-টি
মাওলানার সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে অভিনেত্রী
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্বর। ক্যারিয়ারে এমন কিছু চরিত্রে তিনি অভিনয় করেছেন, যার ফলে সবাই তাকে একটু বাঁকা চোখেই দেখে। শুধু তাই নয়, সুযোগ পেলেই অভিনেত্রীর সমালোচনায় মেতে ওঠেন নেটবাসী। এবার মাওলানার সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে পড়েছেন স্বরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে অভিনেত্রীর। যেখানে দেখা যায়, স্বামী ফাহাদ আহমেদ ও তিনি একজন মাওলানার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে ছবিতে যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হলো মাওলানার সঙ্গে দেখা করতে গিয়ে হিজাব পরার মতো করে মাথায় ওড়না দিয়েছেন স্বরা। আর এতেই নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। স্বরার স্বাধীনচেতা মনোভাবের বিষয়টি নিয়ে রীতিমতো উপহাস করছেন তারা। অভিনেত্রীর মাথায় হিজাব পরার বিষয়টি নিয়ে নানান প্রশ্ন উঠেছে। আবার কেউ বলছেন, ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ কতো কিছুই না করতে পারে স্বরাকে দেখেই সেটা স্পষ্ট হয়ে যায়। প্রায় দুই বছর আগে দ্রৌপদীর পোশাকের সঙ্গে হিজাবের তুলনা করায় সমালোচনায় পড়েছিলেন স্বরা। একজন মুসলিমের স্ত্রী হয়েও সর্বদা তিনি নিজের স্বাধীনচেতা মনোভাবকেই প্রাধান্য দিতেন এমনটাই জানতো সকলে। কিন্তু মাওলানার সামনে এভাবে মাথায় ওড়না অথবা হিজাব দিয়ে দাঁড়িয়ে ছবি পোস্ট করায় অভিনেত্রী সেই স্বাধীনচেতা মনোভাব নিয়ে কটাক্ষ করছেন সবাই।  আরটিভি/এইচএসকে
দুর্ঘটনায় আহত হিনা
খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ভারতীয় অভিনেত্রী হিনা খানের। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। তারপর থেকেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা। এবার জানালেন দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন হিনা। সেখানে গিয়েই হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। নেটমাধ্যমে আহত হওয়ার ছবি শেয়ার করেন হিনা। ক্যাপশনে অবিনেত্রী লিখেছেন, ‘মালদ্বীপে গিয়ে চোট পেয়েছি।’ ওই ছবিতে দেখা যায়, হিনার পায়ে আঘাতের চিহ্ন। মালদ্বীপে নাকি বেশ কিছু অ্যাডভেঞ্চার করেছেন অভিনেত্রী। এর কারণেই হয়তো তিনি আহত হয়েছেন বলে ধারণা করছেন নেটিজেনরা। এদিকে এই আঘাতকে মালদ্বীপের একটি স্মৃতি হিসেবে দেখছেন হিনা।   প্রসঙ্গত, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবেই সকলেই কাছে পরিচিত হিনা। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।  এছাড়াও কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫-এর মতো ধারাবাহিক এবং বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩ সহ একাধিক রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছেন অভিনেত্রী। আরটিভি/এইচএসকে/এআর  
আবারও হাসপাতালে গোবিন্দ
দিন কয়েক আগেই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। সেই রেশ কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠেও সরব এই অভিনেতা। সম্প্রতি ভোটের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে গোবিন্দকে।  জানা গেছে, ভারতের জলগাঁওয়ে একটি ক্যাম্পেনিং করছিলেন তিনি। সেখানে যাওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দর ভক্ত-অনুরাগীরা। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ভোটের প্রচারের সময় অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে বুকে ব্যথা অনুভব করেন গোবিন্দ। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বাই নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার এক কাছের বন্ধু। জানা গেছে, আগের চেয়ে এখন ভালো আছেন গোবিন্দ। তা ছাড়া ভয়ের কোনো কারণ নেই। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত ১ অক্টোবর ভোর ৫টায় শিবসেনা নেতার বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তখন নিজের রিভলভার পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি করা হয় তাকে। আরটিভি/এইচএসকে/এআর  
যেভাবে শাহরুখের দেখা পেলেন বাংলাদেশি ভক্ত
বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাহরুখ খানের অগণিত ভক্ত। বাংলাদেশেও অভিনেতার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বছরের ৩৬৫ দিনই প্রিয় তারকাকে দেখতে শাহরখের বাড়ি মান্নাতের সামনে ভিড় জমায় ভক্তরা। কেউ কেউ ভাগ্যক্রমে অভিনেতার দেখাও পেয়ে যান। তেমনি শাহরুখের দেখা পেলেন তার এক বাংলাদেশি ভক্ত।  সম্প্রতি স্বপ্নের নায়কের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন বাংলাদেশি শাহরুখ ভক্ত তামজিদ ইসলাম জারির। তবে তিনি একা নন। তার সঙ্গে আরও পাঁচজন ছিল বাংলাদেশের। প্রিয় নায়কের সাক্ষাৎ পেয়ে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন জারির। চলতি মাসের ২ তারিখে ছিল শাহরুখের জন্মদিন। এদিন ভক্তদের আয়োজনে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। পরিকল্পনা করে যেখানে আগেই গিয়ে উপস্থিত হন জারির। তিনি ‘এসআরকে বাংলাদেশ সিএফসি’র সাংগঠনিক সম্পাদক।  দেশে ফিরে স্বপ্নের নায়কের দেখা পাওয়া প্রসঙ্গে  গণমাধ্যমে নিজের আবেগের কথা জানান জারির। তিনি বলেন, শাহরুখ খান আমার স্বপ্নের নায়ক। তার সান্নিধ্য পাওয়া এক জনমের সৌভাগ্য! আর এই স্বপ্ন পূরণে আমাকে সাহায্য করেছেন আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী শাহাদত এবং সহসভাপতি সুমাইয়া শরীফ অপি। প্রথমেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জারির আরও বলেন, গত ৩১ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিই আমি। সেখানে পৌঁছানোর পর সোজা মান্নাতে চলে যাই তার সৌন্দর্য দেখতে। অবশেষে ‘এসআরকে দিবস’ (২ নভেম্বর) অনুষ্ঠানের পাস পেয়ে ভীষণ খুশি হয়ে যাই। যখন আমি অডিটোরিয়ামে ঢুকলাম এবং পেছনের ব্যাকগ্রাউন্ডে ‘কিসকা হ্যায় হ্যায় তুমকো ইন্তেজার মেই হু নাহ’ শুনলাম, তখন আমি কাঁদতে শুরু করে দিই।  শাহরুখের সাক্ষাৎ পাওয়ার মুহূর্তটি নিয়ে জারির বলেন, আবার যখন আমি শাহরুখকে মঞ্চে প্রবেশ করতে দেখলাম, আমি আবার আবেগে ভেসে গেলাম। আমি অনুষ্ঠানটির প্রতিটি সেকেন্ড এবং শাহরুখ স্যারের বক্তৃতা উপভোগ করেছি। অবশেষে আমাকে তার সঙ্গে একটি গ্রুপ ছবি তোলার জন্য মঞ্চে ডাকা হলো। ওই মুহূর্তে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমার সঙ্গে ঘটছে। তার পাশে বসার আগে আমি তার হাতে আমার হাত বাড়িয়ে দিলাম এবং তিনি সঙ্গে সঙ্গে আমার হাত ধরলেন, যা আমার জন্য সত্যিই একটি চমৎকার মুহূর্ত ছিল। তারপর আমি তাকে বললাম, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি’— জবাবে তিনি বললেন, বসে পড়।  এরপর আমরা একটি ছবি তুললাম।  তিনি বলেন, অনুষ্ঠান ছাড়ার আগে আমাকে শাহরুখ স্যারের পক্ষ থেকে খাবারে সঙ্গে দুটি উপহার দেওয়া হয়েছিল। উপহার দুটি ছিল ব্লুটুথ নেকব্যান্ড (হেডফোন) এবং শাহরুখ স্যারের স্বাক্ষরসহ তার একটি ছবি।  বলিউড বাদশাকে কাছ থেকে দেখে এসে জারির বলেন, আমার কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব শাহরুখ। কীভাবে মানুষের সঙ্গে বিনয়ী হতে হয়, কীভাবে নম্র হতে হয়, এবং বিশেষত কীভাবে পৃথিবীজুড়ে মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হতে হয় তা শাহরুখের কাছেই শেখা যায়। আরটিভি/এইচএসকে/এসএ