• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo
সুগার মাম্মি হতে চান সুবাহ
আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন শাওন
পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। তিন বাহিনীর ইউনিফর্ম বদল নিয়ে সরকারের যুক্তি– বাহিনীগুলোকে ঢেলে সাজাতে প্রতীকী এই পরিবর্তন। এ নিয়ে সোমবার (২০ জানুয়ারি) দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা মতামত দেখা যায় নেটিজেনদের। অন্য সবার মতোই বিষয়টি নিয়ে কথা বলেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক পরিহিত তিন সদস্যের একটি ছবি পোস্ট করেন শাওন। এরপর সেখানে ক্যাপশনে লিখেছেন, পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না, সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে, সেই কথা মাথায় আসলেও মুখে আনব না। আমার শুধু একটাই কৌতূহল। তিনি আরও লেখেন, এই তিন বাহিনীর সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন, তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন? এদিকে শুক্রবার (১৭ জানুয়ারি) এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে রাস্তা পার হতে গিয়ে ইঞ্জিনচালিত রিকশার ধাক্কায় আহত হন এ অভিনেত্রী। আরটিভি/এএ/এস
বাবাকে নিয়ে জয়ের আবেগঘন পোস্ট
জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ
প্রীতম-এলিটাকে নিয়ে জয়ার নতুন মিশন
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন: মিশা সওদাগর
বছরের শুরুতেই আরজুর নতুন মিশন
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক কায়েস আরজু। নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন তিনি। ‘আজিরন’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক। ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি পরিচালনা করবেন গীতালি হাসান। সিনেমাটিতে আরজুর সঙ্গে পর্দায় জুটি বেঁধে হাজির হবেন সুমাইয়া অর্পা।  কায়েস আরজু বলেন, ভিন্নধর্মী গল্পে কাজ করার অনেক দিনের আগ্রহ। গল্পটি এক কথায় চমৎকার লেগেছে আমার। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। জানা গেছে, আগামী ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যায়ন হবে। এরপর দ্বিতীয় লটে সিলেটে শুটিংয়ের মধ্য দিয়ে এর ক্যামেরা ক্লোজ করা হবে। রাশেদ রেহমানের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গোলাম কিবরিয়া তানভির, গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু), আদীপ্ত আহমেদ, আনন্দ প্রমুখ। সিনেমাটিতে গান লিখেছেন কবির বকুল, স্নেহাশীষ ঘোষ এবং অনন বিশ্বাস। সংগীত পরিচালনা করবেন ইমরান মাহমুদুল। গানগুলোতে কণ্ঠ দিবেন ইমরান, কণা, আনিসা, ফজলুর রহমান বাবু এবং শুভ খান। আরটিভি/এএ 
আগের সরকারের ভয়ে এখনও অনেকেই কাজে ডাকেন না: নওশাবা
সময়টা ২০১৮ সাল, নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদও ছিলেন এই আন্দোলনে। সেসময় আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যমে একটি ভিডিওবার্তা দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। একুশ দিন বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন নওশাবা।  জামিনে বের হলেও বাইরের পৃথিবীটা তার জন্য যেনো এক  নরকে পরিণত হয়েছিল। নাম ওঠে কালোতালিকায়ও। কালোতালিকাভূক্তই অভিনেত্রী হিসেবে এখনও আছেন বলে নওশাবার। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নওশাবা বলেন, আগের সরকারের ভয়ে এখনও অনেকেই তাকে কাজে ডাকেন না। আমি এখনও কালোতালিকায় আছি। কারণ, কেউ আমাকে কাজে নিচ্ছেন না। এত কাজ হচ্ছে কিন্তু আমাকে নিতে চান না ভয়ে। অডিশন দিয়েই কাজ করতে চাই। তা–ও হচ্ছে না। অভিনয় শিখেপড়ে আর কত পরীক্ষা দেব জানি না। ‘টুগেদার উই ক্যান’নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে নওশাবার। এই প্ল্যাটফর্ম থেকে শিশু, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা সচেতনতামূলক বক্তব্য শিল্পের মাধ্যমে তুলে ধরেন। বর্তমানে প্ল্যাটফর্মটি ঘিরেই তার যত ব্যস্ততা।  আরটিভি/এএ 
শিল্পী সমিতির কমিটিতে যুক্ত হলেন মুক্তি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে নেওয়া হয়েছে। নির্বাহী সদস্য পদ শূন্য থাকায় তাকে মনোনীত করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথ পড়ান। এ তথ্য জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর ও মুক্তি নিজেই। এ সময় কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন।  শিল্পী সমিতির সদস্য পদে শপথ নিয়ে প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, সমিতির বাইরে থেকেও বিগত দিনে শিল্পীদের জন্য কাজ করেছি। এখন যেহেতু সমিতির সঙ্গে থেকে কাজ করার সুযোগ হলো, এটি আমার জন্য আরও ভালো হলো। কাজ করাটা আরও সহজ হবে। এই কমিটির সদস্যরা দারুণ। এ কারণে আমি আনন্দ ও গর্বের সঙ্গে শপথ নিয়েছি। জানা গেছে, বেশকিছু দিন ধরে কার্যনির্বাহী সদস্য পদটি শূন্য ছিল। আরেক চিত্রনায়িকা শাহনূর পর পর ৩ মিটিংয়ের অধিক অনুপস্থিত থাকায় কার্যকরী পরিষদ তাকে কারণ দর্শানের নোটিশ দেন। তবে কোনো চিঠির উত্তর না মেলায় এবং সমিতির সঙ্গে সম্পূর্ণভাবে তার যোগাযোগ বিছিন্ন থাকায় গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহনূরের স্থলাভিষিক্ত হয়েছেন মুক্তি। এ প্রসঙ্গে শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব বলেন, বেশ কয়েক মাস ধরে সমিতির সঙ্গে যোগাযোগ নেই তার। আমরা নিয়ম অনুযায়ী শাহনূরকে কারণ দর্শানের চিঠি দেই। কিন্তু একটি চিঠিরও উত্তর পাইনি। তার অনুপস্থিতিতে পদটি শূন্য থাকে। সেখানে চিত্রনায়িকা মুক্তি কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয় বর্তমান কার্যনির্বাহী পরিষদ। মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে মুক্তিকে নেওয়া হয়েছে। মুক্তি বলেন, আগে থেকেই আমি সমিতির জন্য নিবেদিত ছিলাম। সমিতি সবসময় তাদের পাশে আমাকে পেয়েছে। আমিও চেষ্টা করেছি শিল্পীদের জন্য কিছু করতে। তবে কমিটিতে থাকলে কাজ করতে সুবিধা হয়। সেই ভাবনা থেকে কমিটিতে যুক্ত হয়েছি। এরই মধ্যে শিল্পীদের কথা ভেবে বেশকিছু পরিকল্পনা করেছি। শিগগিরই সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব। খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল মুক্তির। ‘চাঁদের আলো’তে চিত্রনায়িকার চরিত্র। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের।  এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ সিনেমাতেও অভিনয় করেন মুক্তি। তবে পারিবারিক কারণে সিনেমায় নিয়মিত হতে পারেননি তিনি। অভিনয়ে না থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায়। বিপন্ন মানুষের পাশে বরাবরই সরব থাকেন মুক্তি। আরটিভি/এএ-টি 
সাইফকে দেখতে হাসপাতালে শাকিব, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
সম্প্রতি সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে দু-তিনটি ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। এদিকে, সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ। অভিনেতার এই সময়ে শারীরিক অবস্থা বিবেচনায় তার কাছে পরিবারের বাইরের কাউকে আসতে দেওয়া হয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান এবং সালমান খান, বিরাট কোহলি সাইফের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন। সোশ্যালে ছড়িয়ে পড়া সেসব ছবি মূলত এআই দিয়েই তৈরি করা হয়েছে।  সেসব ছবিগুলো নিয়ে বলা হচ্ছে, বলিউড অভিনেতা শাহরুখ খান এবং সালমান খানেরা হাসপাতালে সাইফকে দেখতে যান। ছবিতে দেখা যায়, সাইফ আলি খান হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মন খারাপ। তার দিকে তাকিয়ে আছেন তাকে দেখতে যাওয়া অভিনেতারা।  ভাইরাল হওয়া সেই ছবিগুলোর পোস্টের নিচে একজন শাকিব খান ভক্ত মন্তব্য করেছেন এআই দিয়ে শাকিব খানকে সাইফ আলি খানের পাশে নিয়ে যাওয়া যায় না?  এমন মন্তব্যের পর ভক্ত এআই দিয়ে শাকিব খানকে সাইফ আলি খানের কাছে নিয়ে গেলেন। যেই ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান সাইফ আলিকে দেখতে হাসপাতালে গেছেন।   আরটিভি/এএ-টি   
উচ্ছ্বসিত মেহজাবীন দিলেন সুখবর
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন দর্শকদের। গেল বছর ‘প্রিয় মালতী’ ছবিটি দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘প্রিয় মালতী’। এবার সিনেমাটি নিয়ে আরও এক সুখবর দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নিল সিনেমাটি।  নিজের ফেসবুকে পুরস্কারপ্রাপ্তির ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবীন। সেইসঙ্গে উচ্ছ্বসিত এ তারকা লিখেছেন, ‘প্রিয় মালতী’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে। এ সময় মেহজাবীন নিজের ছবির সকল শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান। সুখবরটি নাড়া দিয়েছে মেহজাবীনের অনুসারীদেরও। মন্তব্যের ঘরে তারা জানিয়েছেন অভিনন্দন।  দেশের প্রেক্ষাগৃহে ‘প্রিয় মালতী’ মুক্তি পায় গত বছরের ২০ ডিসেম্বর। এর আগে, মিশর ও ভারতের চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানো হয়েছে। শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘প্রিয় মালতী’। সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা গেছে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, মান-অভিমান সবকিছুই চলছিল। প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’-তে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আরটিভি/এএ 
যে সিনেমার অপেক্ষায় নাবিলা
শোবিজের মিষ্টি হাসি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি একাধারে উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী। ২০০৬ সালে টিভি উপস্থাপনার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বেশকিছু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায় তাকে। ‘আয়নাবাজি’র মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন নাবিলা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সেসময় তাদের রসায়নেও বেশ মুগ্ধ হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা।  নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’। সবশেষ শাকিব খানের বিপরীতে ‘তুফান’সিনেমায় দেখা যায় তাকে। এবার জানা গেল, ‘বনলতা সেন’র অপেক্ষায় প্রহর গুনছেন নাবিলা। এটি নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। গণমাধ্যমে এ প্রসঙ্গে নাবিলা বলেন, সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনও তাই। তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি আমি। সিনেমার নাম ‘বনলতা সেন’। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আমার খুব পছন্দের একটি কাজ।  তিনি আরও বলেন, আমি যতটা জানি চলতি বছরের প্রথমভাগে মুক্তি পাবে সিনেমাটি। তাই বনলতা সেনের অপেক্ষায় আছি। সিনেমার শুটিং শেষ হয়েছে। ২০২৩ সালের শুরুর দিকে শুটিং শুরু হয় নাবিলা অভিনীত ‘বনলতা সেন’ সিনেমার। ২০২১-২২ সালের সরকারি অনুদান পায় ‘বনলতা সেন’। এ ছাড়া বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। আরটিভি/এইচএসকে/এআর  
কেন খাঁচায় বন্দি শবনম বুবলী
বছরের শুরু থেকেই ভক্তদের একের পর এক চমক দেখাচ্ছেন তারকারা। কেউ বিয়ে করে, কেউ কাজের খবর প্রকাশ করে। এবার খাঁচায় বন্দি অবস্থায় হাজির হয়ে চমক দেখালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। প্রকাশ পেয়েছে তার অভিনীত সিনেমার ‘পিনিক’র প্রথম পোস্টার। শনিবার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন বুবলী। সেখানে ভিন্ন এক লুকে দেখা গেছে অভিনেত্রীকে।  সিনেমার পোস্টারে দেখা যায়, স্কার্ফ দিয়ে আবৃত মাথা, চোখে রোদ চশমা, আর মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি বুবলী। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢাকা। যা রহস্যময় আবহ তৈরি করেছে দর্শকমহলে।  ‘পিনিক’-এ বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। এটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির।  সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় রয়েছেন অভিনয়শিল্পী শিমুল খান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। প্রসঙ্গত, ‘পিনিক’ সিনেমায় আদর-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই। আরটিভি/এইচএসকে/এআর