ঢাকা

শিক্ষক-ছাত্রীর প্রেম, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০২:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গ্রামের শিক্ষিত ও নিম্নবিত্ত সংসারের ছেলে শফিক। পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি সংসার চালানোর জন্য ঘর ভাড়া নিয়ে ব্যাচ আকারে কলেজ শিক্ষার্থীদের পড়ায়। শফিক পড়াশোনা ও শিক্ষকতার প্রতি খুবই সিরিয়াস। এমনই এক সিরিয়াস শিক্ষকের ভূমিকায় দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে।

বিজ্ঞাপন

অন্যদিকে, একই ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যানের আদরের কন্যা কেয়া আক্তার। পড়াশুনার চেয়ে উদাসীন থাকতেই বেশি পছন্দ। সেই কেয়াও মাস্টার শফিকের কাছে পড়তে আসে। তৈরি হয় শফিক ও কেয়ার মধ্যে নানান জটিলতা। এমনই এক উদাসীন শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের অন্যতম মুখ ফারিণ খান।

সিরিয়াস শিক্ষক আর উদাসীন ছাত্রীর এমন ভিন্ন গল্প নিয়ে ‘লাভ ইউ টিচার’ নামে ঈদের নাটক বানিয়েছেন তৌফিকুল ইসলাম। গল্পটাও নির্মাতারই। এই বিশেষ নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

বিজ্ঞাপন

‘লাভ ইউ টিচার’ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, শিক্ষক-ছাত্রীর মধ্যকার প্রেমের ঘটনা নতুন নয়। তবে আমাদের গল্পটি পুরনো গল্পের ইউনিক ভার্সন। প্রেম, বিরহ, ফান- গল্পটিতে সবই থাকছে। শিক্ষকের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন অভিনেতা ফারহান। ছাত্রীর চরিত্রে ফারিণ মিশে গেছেন। দর্শকরা গল্পটি উপভোগ করবেন, নিশ্চিত।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |