ঢাকাFriday, 25 April 2025, 12 Boishakh 1432

সিআইডির এসিপি প্রদ্যুমানের মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৩:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’। আর এর অন্যতম চরিত্র এসিপি প্রদ্যুমন। শিবাজী সতমের অভিনয় এই চরিত্রটাকে প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু ‘সিআইডি’তে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে। সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে এই আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। কারণ, শিবাজী আর এই চরিত্রে কাজ করতে চাইছেন না। অভিনেতা নিজেই চরিত্রটি থেকে বিরতি চাইছিলেন আর সে কারণেই পর্দায় তার মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

কিছুদিন আগেই সিআইডির প্রচারিত একটি পর্বে তার মৃত্যু দেখানো হয়েছিল। সেই সিদ্ধান্তে হতাশ হয়েছিল অসংখ্য ভক্ত। তবে সুখবর হলো, খুব শিগগিরই আবার ফিরে আসছেন শিবাজী সত্যম তার সেই কিংবদন্তি চরিত্রে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসিপি প্রদ্যুমান এমন একটি চরিত্র যা কখনোই মরতে পারে না। শিবাজি সতম কয়েক সপ্তাহের মধ্যেই আবার শ্যুটিং শুরু করবেন।

সম্প্রতি অভিনেতা পার্থ সমথান জানিয়েছেন, তিনি কিছু সময়ের জন্য ‘সিআইডি’তে যোগ দিয়েছেন এবং শোতে এসিপি প্রদ্যুমানের জায়গায় কাজ করছেন। তবে প্রোডাকশন সংশ্লিষ্ট এক সূত্র বলছে, আগেও এই ধরনের চমক এসেছে সিরিয়ালে—চরিত্র মারা গিয়েছে এবং পরে ফিরে এসেছে। তাই এবার এসিপির মৃত্যু নিয়ে নানান প্রশ্ন উঠেছে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন করছেন তিনি মারা গেলে কীভাবে ফিরছেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক একটি পর্বে, সিআইডি দল অপরাধী বারবোজাকে ধরতে গিয়ে এক বিস্ফোরণের ফাঁদে পড়ে। সেই বিস্ফোরণে এসিপি প্রদ্যুমান মারা গেছেন। তবে দর্শকে অভিনেতার মৃত্যু দেখানো হয়নি। তাই অনেক নেটিজেনরা বলছেন নতুন চমক দিতেই এমন করা হয়েছিল।

সোনি টিভি তাদের সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে একটি ছবি শেয়ার করে জানায় এসিপি প্রদ্যুমান মারা গেছেন তাই এই চরিত্রটি আর দেখা যাবে না। আর এটা জানণর পর ভক্তরা ক্ষপ প্রকাশ করেন। এবার মনে করা হচ্ছে ভক্তদের ভালোবাসায় নতুন করে দেখা যাবে এসিপি প্রদ্যুমানকে। 

অন্যদিকে, এসিপি প্রদ্যুমান চরিত্রের মৃত্যুর বিষয়টি সামনে আসতেই শিবাজী এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি কিছুদিনের জন্য বিরতি নিয়েছি। প্রযোজকরা জানেন গল্পে কী ঘটবে। এখনো আমাকে কেউ বলেনি যে আমার চরিত্র শেষ হয়ে গেছে। আমি যেটা আসবে, সেটা গ্রহণ করতে প্রস্তুত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রায় তিন দশক ধরে দর্শকের জনপ্রিয় এই ক্রাইম ড্রামা ‘সিআইডি’। বিপি সিং নির্মিত ও প্রযোজিত সিআইডি ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হয়ে আসছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে এবং এটি ভারতের অন্যতম দীর্ঘতম চলমান ধারাবাহিক নাটক।

আরটিভি/এএ/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |