ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে রাফার বাজিমাত

আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৪:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন রাফা নাঈম। তিনি ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। 

এবারের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু। সহসভাপতি পদে অভিনেতা মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম ও শামস সুমন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজাত শিমুল ও রাজিব সালেহীন।

বিজ্ঞাপন

আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আর এ রাহুল। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন। 

এ ছাড়া সাতটি কার্যনির্বাহী সদস্য পদের জন্য রাফা নাঈম ছাড়াও নির্বাচিত হয়েছেন ইমরান হাসো, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, শিপন, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী। 

এ ছাড়া অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে যথাক্রমে নুরে আলম নয়ন ও তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলে।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে রাফা নাঈম বিজয়ী হওয়ার বিষয়ে বলেন, এই বিজয় আমার জন্য সহজ ছিল না। অভিনয় শিল্পীদের ভালোবাসার ফলে আজকের এই বিজয়। সবাই আমাকে এতোটা ভালোবাসে সেটি নির্বাচনে অংশ না নিলে বুঝতে পারতাম না। আশাকরি তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারব নিজের কাজের মধ্যে ও তাদের পাশে থেকে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সহযোগী হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডের সদস্যরা হলেন- মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |