ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কোরবানি দিচ্ছেন সওয়াবের উদ্দেশ্যে, গুনাহ কামাবেন না: নিলয়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৩:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার।

বিজ্ঞাপন

কাজের পাশাপাশি একজন পশুপ্রেমীও নিলয় আলমগীর। কুকুর, বিড়ালের প্রতি রয়েছে তার ভীষণ ভালোবাসা। কিছুদিন আগেও সেন্টমার্টিনের কুকুর (পর্যটক না যাওয়ার কারণে) কী খাবে তার একটি প্রচারণা চালিয়ে অর্থ সংগ্রহ করে তাদের খাবারের ব্যবস্থা গ্রহণ করেছিলেন তিনি। আবার নিলয় নিজ উদ্যোগেও কুকুর-বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করে থাকেন। 

এদিকে কোরবানি ঈদে কুকুরদের নিয়ে এক বার্তা দিলেন নিলয়। তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেন, কোরবানির গোশত কাটার সময় অনের কুকুর বিরক্ত করতে পারে, কোরবানির গোশতে মুখ দিতে পারে। প্লিজ সাবধানে রাখবেন। এমন সময় অনেকে হাতের ধারালো অস্ত্র দিয়ে কুকুরকে আঘাত করে। এই কাজটা প্লিজ করবেন না। কোরবানি দিচ্ছেন সওয়াবের উদ্দেশ্যে, গুনাহ কামাবেন না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এবার  ঈদে নিলয়ের বেশ কিছু নাটক টিভি ও ইউটিউবে মুক্তি পেয়েছে।

আরটিভি/এএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |