বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসা পদ্ধতি, টিকা নিয়ে চলছে গবেষণা। তবে আশার আলো দেখাতে পারছেন না বিজ্ঞানীরা। ফলে করোনাকে সঙ্গী করেই চলতে হবে।
এরই মধ্যে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় ভয়াবহ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে, করোনাজয়ীদের অনেকেই মানসিক রোগের শিকার হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ৬৯ মিলিয়ন মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়। যাদের মধ্যে ৬২ হাজার করোনা রোগী ছিলেন। সেখানই এই তথ্য উঠে এসেছে।
মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্তদের মধ্যে ২০ শতাংশ রোগী সেরে ওঠার ৯০ দিনের মধ্যে চরম আকারের মানসিক রোগের শিকার হচ্ছেন। দেখা যাচ্ছে করোনাজয়ী পাঁচজনের একজন মানসিক রোগের শিকার। নানা ধরনের মানসিক বিকার দেখা যাচ্ছে তাদের মধ্যে, যা যথেষ্ট উদ্বেগজনক।
করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে মনোরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে জানিয়েছেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক পল হ্যারিসন।
এসব রোগীরা উৎকণ্ঠা, মানসিক অবসাদ, নিদ্রাহীনতার মতো নানা রোগ ভুগছে। তবে এসব রোগ ছাড়াও আরও গুরুতর মানসিক সমস্যা কথাও সমীক্ষায় উঠে এসেছে।
সেখানে বলা হচ্ছে, করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে ডিমেনসিয়া মতো মানসিক রোগও দেখা যাচ্ছে।
এ