ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

অক্সফোর্ডের ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১ , ০৯:২৭ এএম


loading/img
করোনা ভ্যাকসিন (ফাইল ছবি)

ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। রোববার (৩ জানুয়ারি) দেওয়া এ ঘোষণার ফলে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। খবর এপির।

বিজ্ঞাপন

শনিবার একসঙ্গে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড নামের দুটি করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় ভারত সরকার। এর একদিন পর ভ্যাকসিন রপ্তানিতে দেশটির নিষেধাজ্ঞার কথা জানালেন সিরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা

রোববার এপি’কে দেয়া সাক্ষাৎকারে আদর পুনাওয়ালা বলেন, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় তার জন্য আগামী কয়েক মাস ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার।

বিজ্ঞাপন

এদিকে অবৈধ মজুদ ঠেকানোর কথা উল্লেখ করে সিরামের সিইও আরও জানান, প্রথম ১০ কোটি ডোজের প্রতিটির জন্য ২০০ রুপি দাম নির্ধারণ করা হয়েছে। সরকারের অনুমতির পর খুচরা বাজারে ভ্যাকসিনটি মিলবে ১ হাজার রুপিতে।

সবধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মিলবে ৭ থেকে ৮ কোটি ডোজ। তবে আসছে মার্চের মধ্যে উৎপাদন দ্বিগুণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

করোনা ভ্যাকসিন বণ্টন পরিকল্পনার শুরুতেই ভারত কমপক্ষে ৩০ কোটি জনগণকে টিকা দিতে চায়। যার মধ্যে অগ্রাধিকার পাচ্ছেন স্বাস্থ্যকর্মী, পুলিশসহ সামনের সারির যোদ্ধারা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১ জন এবং মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।

পি/এ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |