ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

জুলাইয়ে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

আরটিভি নিউজ

রোববার, ০৮ আগস্ট ২০২১ , ০৪:৩৭ পিএম


loading/img
করোনা রোগী

করোনা সংক্রমণ কমাতে সরকারের দেয়া কঠোর লকডাউনের মধ্যেই জুলাইয়ে ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা চলতি বছরের এক মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত।

বিজ্ঞাপন

রোববার (০৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরে জুলাইয়ে সর্বোচ্চ ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর আগস্টের শুরু থেকে ৭ আগস্ট পর্যন্ত ৯৩ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ কমাতে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে অন্যসব দেশের তুলনায় বাংলাদেশ ভাল অবস্থানে থাকবে।

গত এক মাসে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, চলতি বছরে জেলা ওয়ারী পরিসংখ্যানে ঢাকা জেলায় সর্বোচ্চ ৪ লাখ ৫৮ হাজার ৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। ৮৫ হাজার ৮৮৬ জন রোগী শনাক্তের মাধ্যমে চট্টগ্রাম জেলা রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। আর রাজশাহী জেলায় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২০৯ জন।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |