ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

লেট নাইট কফিতে চঞ্চল চৌধুরী

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২২ জুলাই ২০১৭ , ১১:১৬ এএম


loading/img

আরটিভির সেলিব্রেটি টিপস অ্যান্ড ফান বিষয়ক শো ‘লেট নাইট কফি’। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে শনিবার রাতে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বিজ্ঞাপন

‘লেট নাইট কফি’ মূলত রাত জাগা দর্শকদের জন্য। অনুষ্ঠানে আগত অতিথি নিজের জীবনের উত্থান-পতনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। যেখানে উঠে আসবে সম্পর্ক গড়তে কীভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন।

টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলেন আমন্ত্রিত অতিথি।

বিজ্ঞাপন

সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ১২টা ১ মিনিটে।

চঞ্চল চৌধুরী পাবনা জেলার সুজানগর উপজেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি গ্ৰামের স্কুল কামারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। উচ্চমাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চনাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প। ২০১০ সালে মনপুরা চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন চঞ্চল।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সুপার হিট সিনেমা আয়নাবাজি’র প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।  

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |