ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিশ্বে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ০১ জুলাই ২০২৩ , ০৮:২৬ এএম


loading/img
ফাইল ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬৬ জন।

বিজ্ঞাপন

শনিবার (১ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৯ জনের মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ায়। আক্রান্তের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ হাজার ৫০৪ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া স্পেনে আক্রান্ত হয়েছে ৭০২ জন এবং মারা গেছেন ৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৫০২ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৯৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯৫ হাজার ৯০৭ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৫ লাখ ২৮ হাজার ২১৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |