• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৬৯৬৫২ জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২০, ১৪:৩৮
highest single day spike on new covid-19 cases in india
সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুও ঠেকেছে প্রায় ৫৪ হাজারে। তবে আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজার ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ, এর আগে দেশটিতে ২৪ ঘণ্টায় এত সংখ্যক মানুষ কখনও করোনায় আক্রান্ত হয়নি। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৪৬ হাজার ৯৭৭ ও ৪৯ হাজার ২৯৮ জন।

আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই সুস্থও হচ্ছে প্রচুর মানুষ। দেশটির কর্তৃপক্ষ বলছে, সেখানে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান শুরু থেকেই আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত দেশটিতে মোট ২০ লাখ ৯৬ হাজার ৬৬৪ জন করোনা রোগী সুস্থ হয়েছে। অর্থাৎ আক্রান্তের প্রায় ৭৪ শতাংশই সুস্থ হয়েছে।

এদিকে আক্রান্তের পাশাপাশি ভারতে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ইতোমধ্যেই স্পেন, ফ্রান্স, ইতালি ও ব্রিটেনের মতো দেশকে পেছনে ফেলেছে ভারত। বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে ভারতের অবস্থান এখন চতুর্থ। গত ২৪ ঘণ্টায়ও মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে ভারতে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় ৯৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৫৩ হাজার ৮৬৬ জন করোনায় মারা গেলো। দেশটির মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জনের। এছাড়া তামিলনাড়ুতে ৬ হাজার ১২৩, কর্নাটকে ৪ হাজার ৩২৭ ও দিল্লিতে ৪ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের
যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে  
জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি
সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের