• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

লকডাউন অমান্য করে আইরিশ কৃষিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২০, ১৯:১৩
Irish minister quits after breaching tightened coronavirus lockdown rules
দ্য ন্যাশনাল থেকে নেয়া

৮০ জনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে লকডাউনের নিয়ম ভাঙার পর সমালোচনার জেরে পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী ডারা ক্যালেরি। খবর দ্য ন্যাশনালের।

স্থানীয় সংবাদপত্র দ্য আইরিশ এক্সমিনার জানিয়েছে, বুধবার একটি কাউন্টি গ্যালওয়ে হোটেলে গলফ সোসাইটির একটি অনুষ্ঠানে যোগ দেন।

কিন্তু দেশটির স্বাস্থ্যবিধি অনুযায়ী, ইনডোরে একসঙ্গে ছয়জনের বেশি জড়ো হতে পারবে না। করোনাভাইরাসের বিস্তার রোধে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

তবে সেই নিয়ম ভঙ্গ করে ক্যালেরি ওই অনুষ্ঠানে যোগ দেন। এমনকি আয়ারল্যান্ডের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনার ফিল হোগানও ওই ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা।

এর মাত্র একদিন আগেই আইরিশ সরকার জানায়, তারা লকডাউনের নিয়মনীতি আবারও কঠোর করবে। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সরকারের একজন মন্ত্রীই লকডাউনের নিয়ম অমান্য করলেন।

পরে বৃহস্পতিবার ক্ষমা চেয়ে টুইট করেছেন ক্যালেরি। তিনি লিখেন, চলতি সপ্তাহে জনস্বাস্থ্যের জন্য যেসব বিধি আপডেট করা হয়েছে, তা মেনে আমার এই অনুষ্ঠানে যোগ দেয়া উচিত হয়নি।

ক্যালেরি আরও লিখেন, আমি সবার কাছে ক্ষমা চাই, কারণ এই কঠোর সময়ে আমরা তাদের স্বাস্থ্যবিধি মানার জন্য বলে আসছি আমরা। আমি আমার সহকর্মীদের কাছেও ক্ষমা এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, আয়ারল্যান্ডে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষের।

আরও পড়ুন: মুসলিম বিশ্বকে বিভক্ত করবে আমিরাত-ইসরায়েল চুক্তি: মাহাথির

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানসিক স্বাস্থ্য ভালো রাখে ভূতের সিনেমা!
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের