• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

লেবানন সীমান্তে হিজবুল্লাহ’র পোস্ট টার্গেট করে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২০, ১২:৪০
Israel strikes Lebanon Hezbollah posts
সংগৃহীত

লেবাননে বিমান থেকে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। মঙ্গলবার দিনগত রাতে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহ’র পোস্ট টার্গেট করে এই বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনীর ওপর লেবানন থেকে গুলি ছোঁড়ার পর এই বিমান হামলা চালানো হয়েছে। খবর আল আরাবিয়ার।

তবে ওই গুলি ছোঁড়ার ঘটনায় কোনও সেনাসদস্য আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, লেবাননের দিক থেকে গুলি ছোঁড়ার পর তারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও গুলি ছুঁড়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ’র পর্যবেক্ষক পোস্টে হেলিকপ্টার এবং বিমান থেকে হামলা চালিয়েছে আইডিএফ।

এদিকে ওই হামলার পর তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত মাসে ইসরায়েল অভিযোগ করে যে, দেশটিতে অনু্প্রবেশের চেষ্টা চালিয়েছে হিজবুল্লাহ। তবে ইরান সমর্থিত গ্রুপটি এমন অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে গুলি ও পাল্টা হামলার এসব ঘটনা চলাকালে রাতভর নিজেদের সীমান্ত এলাকায় কারফিউ জারি করে রেখেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তবে সকালে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি
প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলা, ৮০ ফিলিস্তিনি নিহত