লেবানন সীমান্তে হিজবুল্লাহ’র পোস্ট টার্গেট করে ইসরায়েলের বিমান হামলা
লেবাননে বিমান থেকে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। মঙ্গলবার দিনগত রাতে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহ’র পোস্ট টার্গেট করে এই বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনীর ওপর লেবানন থেকে গুলি ছোঁড়ার পর এই বিমান হামলা চালানো হয়েছে। খবর আল আরাবিয়ার।
তবে ওই গুলি ছোঁড়ার ঘটনায় কোনও সেনাসদস্য আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, লেবাননের দিক থেকে গুলি ছোঁড়ার পর তারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও গুলি ছুঁড়েছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ’র পর্যবেক্ষক পোস্টে হেলিকপ্টার এবং বিমান থেকে হামলা চালিয়েছে আইডিএফ।
এদিকে ওই হামলার পর তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত মাসে ইসরায়েল অভিযোগ করে যে, দেশটিতে অনু্প্রবেশের চেষ্টা চালিয়েছে হিজবুল্লাহ। তবে ইরান সমর্থিত গ্রুপটি এমন অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে গুলি ও পাল্টা হামলার এসব ঘটনা চলাকালে রাতভর নিজেদের সীমান্ত এলাকায় কারফিউ জারি করে রেখেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তবে সকালে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন
এ
মন্তব্য করুন