• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কানাডায় মসজিদে হামলার ঘটনা বাড়ছে, আতঙ্কে মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৬
Canadian Muslims want Toronto mosque attacks investigated as hate crimes
সংগৃহীত

কানাডার টরন্টো শহরের মসজিদে বেশ কয়েক দফা হামলার চেষ্টার ঘটনায় পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সেখানকার মুসলিমরা। মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা (এমএসি) জানিয়েছে, গত তিন মাসে টরন্টো মসজিদে কমপক্ষে ছয়বার হামলার ঘটনা ঘটেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

এমএসি জানিয়েছে, মসজিদে ঢোকার চেষ্টা এবং মসজিদের দেয়ালে বর্ণবাদী গ্রাফিটি ছাড়াও গত তিন সপ্তাহে অন্তত তিনবার টরন্টো মসজিদের জানালা ভাঙার চেষ্টা করা হয়েছে। সবশেষ গত ১৬ আগস্ট এ ধরনের হামলার ঘটনা ঘটে।

টরন্টোর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্তত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয়টি তদন্ত চলমান আছে। কিন্তু গত ২৯ জুলাই মসজিদে হামলার ঘটনাকে ‘দুষ্টুমি’ হিসেবে দেখানোর চেষ্টা করায় মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এমএসির জনসংযোগ কর্মকর্তা মরিয়ম মানা বলেছেন, আমরা পুলিশের আরও সক্রিয় ভূমিকা দেখতে চাই। আমরা তাদের কাছ থেকে আশ্বস্ত হতে চাই কারণ আমরা আমাদের কমিউনিটি নিয়ে উদ্বিগ্ন। আমরা মসজিদের কর্মীদের নিয়ে উদ্বিগ্ন।

সংস্থাটি বলছে, এর আগের চারটি ঘটনার সমাধান এখনও হয়নি। পঞ্চম ঘটনাকে দুষ্টুমি হিসেবে দেখাতে চাওয়ার সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক। এগুলোকে ‘ঘৃণামূলক কর্মকাণ্ড’ হিসেবে দেখা উচিত করে জানিয়েছে এমএসি।

মানা বলেন, আমরা টরন্টো পুলিশের সঙ্গে আলোচনা চালাচ্ছি তবে আমরা কাজ দেখতে চাই। আমরা এসব ঘটনাকে সিরিজ হামলা হিসেবে দেখতে চাই। কারা এগুলো চালাচ্ছে তা জানতে চাই আমরা।

আরও পড়ুন: সৌদি রাজপরিবারে আবারও উত্তেজনা, দুই যুবরাজসহ অনেক কর্মকর্তা বরখাস্ত

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী, ট্রুডোকে ক্ষমতা ছাড়ার আহ্বান
থাইল্যান্ড-কানাডা থেকে মাদক এনে গুলশান-বনানীতে বিক্রি
কানাডাতে আশ্রয়ের বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞাপন
মাস্কের নিউরালিঙ্ককে মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি দিলো কানাডা