সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি

আরটিভি নিউজ

শনিবার, ০৩ মে ২০২৫ , ০১:৩৫ পিএম


সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
পল থোপিল। ফাইল ছবি

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চার দিনের সফরে শনিবার (৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। সফরে এ ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পল থোপিল। রোববার থেকে তাদের সফর কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

ঢাকার কানাডিয়ান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সফরে পল থোপিল বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কার ও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। তিনি ইন্দো-প্যাসিফিক কৌশলসহ এই অঞ্চলে কানাডার সক্রিয় সম্পৃক্ততা তুলে ধরবেন। 

পল থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করবেন। তার সফরকালে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডার প্রতি অঙ্গীকারের ওপর জোর দেবেন। কারণ, এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এই অঞ্চলে কানাডার সম্পৃক্ততা, বিশেষ করে তার ইন্দো-প্যাসিফিক কৌশল তুলে ধরবেন। কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য- বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলি চিহ্নিত করবেন।

বিজ্ঞাপন

তিনি গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের মাঠ পর্যায়ে পরিদর্শন করবেন যা দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উদাহরণ।

কানাডা এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে, বাংলাদেশ একটি বৃহৎ এবং ক্রমবর্ধমান বাজার যা কানাডার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতি রপ্তানিকারক দেশ এবং বাংলাদেশি তৈরি বস্ত্র ও পোশাকের একটি উল্লেখযোগ্য ক্রেতা। উভয় দেশই গভীর অর্থনৈতিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করে চলেছে। 

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission