ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মরগান-পেসারে দুর্দান্ত জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৪ মার্চ ২০১৭ , ১০:২২ এএম


loading/img

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইয়ন মরগানের দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৫ রানে হারিয়েছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। দলীয় ২৯ রানের মধ্যেই হারান জ্যাসন রয় ও জো রুটের উইকেট। এরপর স্যাম বিলিংসকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মরগান। ব্যক্তিগত ৫২ রান করে বিলিংস আউট হলেও সেঞ্চুরি তুলে নেন ইংলিশ দলপতি। দলীয় ২৯২ রানে আউট হবার আগে ১১ চার ও ২ ছক্কায় তিনি করেন ১০৭ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান তোলে ইংল্যান্ড। এর গুরুত্বপূর্ণ ৫৫ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শ্যানন গ্যাব্রিয়েল ও অ্যাশলে ন্যাশ নেন ২টি করে উইকেট।

বিজ্ঞাপন

২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫১ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন জ্যাসন মোহাম্মেদ। ৫২ রান আসে জোনাথন কার্টারের ব্যাট থেকে। এছাড়া শাই হোপ করেন ৩১ রান।

ইংল্যান্ডের পক্ষে ৪টি করে উইকেট নেন ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট।

ম্যান অব দ্য ম্যাচ ইয়ন মরগান।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |