• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সৈকতের কাছে ভেসে উঠলো সবচেয়ে বড় নীল তিমি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৬
The biggest blue whale floated near the beach
নীল তিমি সমুদ্রে সাঁতরাচ্ছে, বিরল এ দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন এক ওয়াইল্ডলাইফ চিত্রগ্রাহক

অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির সমুদ্র সৈকতের কাছাকাছি সমুদ্র উপকূলে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির দেখা মিলেছে। আগস্ট মাসে নিউ সাউথ ওয়েলসের শহরতলি মারোব্রার সমুদ্র সৈকতের কাছে এ তিমি দেখা যায়। নিউ সাউথ ওয়েলসের ন্যাশনালপার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এ খবর জানায়।

নীল তিমি সমুদ্রে সাঁতরাচ্ছে, বিরল এ দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন এক ওয়াইল্ডলাইফ চিত্রগ্রাহক। ইনস্টাগ্রামে তিনি সেই ছবিটি প্রকাশ করে লেখেন, মারোব্রার যে এলাকায় আমি নিয়মিত যাই, সেখানে গতকাল প্রচুর হ্যাম্পব্যাক তিমি দেখলাম। এর মধ্যে বড় আশ্চর্য হয়ে দেখা দিল একটি বিশালাকার নীল তিমি।

নিউ সাউথ ওয়েলসের ন্যাশনালপার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এর কর্মকর্তা অ্যান্ড্রু মার্শাল বলেন, যে নীল তিমিটি সৈকতের কাছে এসেছিল এর দৈর্ঘ্য ২৫ মিটার বা ৮২ ফুটের বেশি। এর ওজন প্রায় ১০০ টন বা ১ লাখ কেজি। আকারে বিশাল হওয়া সত্ত্বেও গভীর সমুদ্রেও নীল তিমির দেখা খুব একটা পাওয়া যায় না।
মার্শাল আরো বলেন, নীল তিমি নিয়মিত দেখা যায় না। কারণ নীল তিমি গভীর সমুদ্রে বাস করতে ভালোবাসে। এরা সমুদ্রে নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বসবাস করে। নীল তিমির মাইগ্রেশন ও আবাস সম্পর্কে আমাদের কাছে তেমন তথ্য নেই।

সিডনির লোকালয়ের এত কাছে গত ১০০ বছরে এ নিয়ে মাত্র তৃতীয়বার বিরল এ প্রজাতি তিমির দেখা পাওয়া গেল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এর আগে দুই বার সিডনির উপকূলে নীল তিমি দেখার খবর রটলেও এর কোনটাই সরকারি কর্তৃপক্ষ যাচাই করতে পারেনি। অতিকায় এ প্রাণীটিকে উপকূলীয় অঞ্চলের স্বল্প গভীরতায় প্রায় দেখাই যায় না।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২ দিন পর ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠলো 
কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়, গতি ফিরছে ব্যবসা বাণিজ্যে 
সৈকতে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু
সৈকতে ভেসে এলো নিখোঁজ তরুণের মরদেহ