ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

এবার মাহির নায়ক বনি!

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৫ মার্চ ২০১৭ , ১১:৩১ এএম


loading/img

ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। ফেব্রুয়ারিতে কাজ করলেন 'জান্নাত' ছবির। মাহি এখন কাপ্তাইয়ে 'পবিত্র ভালোবাসা' ছবির শুটিং করছেন।

বিজ্ঞাপন

ফেব্রুয়ারিতে 'ময়না' ও 'মনে রেখো' নামে দু'টো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। ময়না'য় মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার সোহম। তবে এই নায়কের আগে কলকাতার আরো দু'জন নায়ক অঙ্কুশ ও ওমের সঙ্গে জুটি হয়েছিলেন মাহি।

এবার 'মনে রেখো' নামে ছবিতেও মাহির বিপরীতে কলকাতা থেকে নায়ক নেয়া হবে বলে জানালেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। দু' নায়কের কারো সঙ্গেই চুক্তিপত্র সই হয়নি। তাই এখনই নায়কের নাম প্রকাশ করতে চান না পরিচালক।

বিজ্ঞাপন

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিটের পক্ষ থেকে নায়কের নাম বলা না হলেও মাহির কলকাতার দু' নায়কের একজন হলেন 'বরবাদ' খ্যাত বনি এমনটাই শোনা যাচ্ছে। চলতি মাসেই নাকি বনি বাংলাদেশে আসবেন ছবির মিটিং-এ অংশ নিতে।

তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মাহির কলকাতার দু' নায়কের নাম অফিসিয়ালভাবে প্রকাশ না করা পর্যন্ত বলা যাচ্ছে কে হবেন মাহির 'মনে রেখো'র নায়ক!

এইচএম          

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |