লকডাউন ভেঙে ইসরাইলের প্রধানমন্ত্রীর বাসার সামনে বিক্ষোভ
করোনা ভয় উপেক্ষা করে লকডাউন ভেঙে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার নাগরিক। দেশটিতে দ্বিতীয় লকডাউন ঘোষণার একদিন পরে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসার সামনে জড়ো হন তারা। খবর আলজাজিরা ও রয়টার্স।
করোনা নিয়ন্ত্রণে নেতায়িাহু ব্যর্থ হয়েছেন এমনই দাবি বিক্ষোভকারীদের। ১৮ সেপ্টেম্বর ইসরাইলে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়। গত শুক্রবার দেশটি আরও কড়াকড়ি দেয়। এই কড়াকড়ির কারণে শহর জুড়ে লম্বা যানজট তৈরি হয়। যানজটের ভোগান্তি আরও বাড়িয়েছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের দাবি লকডাউন ও কড়াকড়ি তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
বিক্ষোভকারীদের একজন ৪২ বছর বয়সী ডাক্তার অমিত তিরোশ। তিনি বলেন, আমি ইসরায়েলের ধ্বংস ঠেকাতে রাস্তায় নেমেছি। ইসরাইলের গণতন্ত্র রক্ষা করতে। আমার মতে সবার রাস্তায় নামা উচিত। আমরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
তবে নেতানিয়াহু লকডাউনের পক্ষ নিয়ে বলেন, জনগণের জীবন রক্ষার জন্য আমরা লকডাউন দিতে বাধ্য হয়েছি। আমরা করোনা আক্রান্ত হয়ে মানুষকে মরতে দিতে পারি না।’
আরও পড়ুন
জিএ
মন্তব্য করুন