১০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জাপান
আগামী মাসে ১০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা করছে জাপান। এর ফলে অন্যান্য দেশও জাপানিদের সেসব দেশের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আশা করছে দেশটি। সোমবার দৈনিক নিক্কেই বিজনেসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।
নিক্কেই জানিয়েছে, ওই দেশের তালিকায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভিয়েনাম বা করোনাভাইরাসের কম সংক্রমণ আছে এমন দেশ রয়েছে।
তবে এসব দেশে জাপানিরা প্রবেশ করতে পারবে কিনা তা সেইসব দেশের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে নিক্কেই।
করোনা প্রতিরোধে জাপান তার সীমান্ত নিয়ন্ত্রণের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপসসহ ১১১টি দেশ ও অঞ্চল থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এর আগে মে মাসে বাংলাদেশসহ ১১টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করে টোকিও। ওই তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকার নাম ছিল।
এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে কিনা তা জানা যায়নি।
আরও পড়ুন
এ
মন্তব্য করুন