ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী খুন

আরটিভি অনলাইন রিপোর্ট, নওগাঁ

শনিবার, ১১ মার্চ ২০১৭ , ০৯:৩৮ পিএম


loading/img

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীকে ছুরিকাঘাত খুন করেছেন দুর্বৃত্তরা। নিহত ওই শিক্ষার্থীর নাম শ্যামল চন্দ্র (২১)। 

বিজ্ঞাপন

শনিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে তিনি মারা যান। 

নিহত শ্যামল নওগাঁ পলিটেকনিকের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জেলার পত্নীতলা উপজেলার বাসখোলা গ্রামের গোপাল চন্দ্রের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, শুক্রবার রাতে পলিটেকনিক এলাকায় শ্যামলকে ক'জন যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। পরে অবস্থার পথে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই পলিটেকনিক এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক জানান, সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |