ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হিলিতে কেজিতে ৫ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ১২:২৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ টাকা কমে বর্তমানে ভালো মানের পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল বিক্রি হয়েছিল ৫৫ টাকা দরে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, একটু খারাপ মানের পেঁয়াজ পূর্বের ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।  তবে ভালো মানেরটা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

খুচরা ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা সংকটের কারণে মোকামে দাম কম হওয়ায় খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম। 

বিজ্ঞাপন

হিলি বাজারে আসা কয়েকজন ক্রেতা বলেন, বর্তমানে দেশের বাজারে পেঁয়াজের ভরা মৌসুম। এর মধ্যেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। এতে করে আমরা সাধারণ ক্রেতারা অনেক বিপাকে পড়েছি।  

অন্যদিকে দেশি রসুনের দাম হঠাৎ করে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। যদি উপজেলা প্রশাসন থেকে নিয়মিত বাজার মনিটরিং করতো তাহলে বাজার স্বাভাবিক থাকতো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন বাজার মনিটরিং করা হয় না বলেও অভিযোগ করেন সাধারণ ক্রেতারা। 

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, মোকামে পেঁয়াজের প্রচুর মজুত রয়েছে। যার জন্য মোকামেই দাম কমেছে। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কম। ফলে বিক্রি তেমন টা হচ্ছে। এতে করে মোকামে বস্তা প্রতি ২০০ টাকা করে কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে দেশি ভালো মানের পেঁয়াজ ৫০ টাকা এবং একটু খারাপ মানের পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |