ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর দাবি, করোনা মহামারি মোকাবেলায় ভারতের চেয়ে বেশি সফলতা দেখিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। খবর পাকিস্তানের জিও নিউজের।
বিজ্ঞাপন
ইন্ডিয়ান টাইমসের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়, রাহুল গান্ধী দাবি করেছেন, পাকিস্তান ও আফগানিস্তান নিজ নিজ দেশের করোনা পরিস্থিতি ভারতের চেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে।
এসময় তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ কর্তৃক প্রকাশিত বিভিন্ন দেশের অর্থনৈতিক গ্রাফ নিয়েও কথা বলেন। শঙ্কা প্রকাশ করে তারা বলেন, আগামীতে ভারত ১০ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক সংকোচনের মুখে পড়বে।
বিজ্ঞাপন
এমএস/পি