ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

আকাশের নিচেই ওদের ঠাঁই

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ , ১০:৩০ পিএম


loading/img

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষের ঠাঁই এখন খোলা আকাশের নিচে। 

বিজ্ঞাপন

বুধবার রাত ২ টায় ভয়াবহ আগুনে নি:স্ব হয়ে গেছে বহু পরিবার।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে ক্ষয়ক্ষতি দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

বিজ্ঞাপন

এসময় ক্ষতিগ্রস্থ দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে নিম্নবিত্ত এসব মানুষের মাথা গুজার শেষ আশ্রয়। 

ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এসব মানুষের আশ্রয়ের স্থান হয়েছে খোলা আকাশের নিচে।

বিজ্ঞাপন

কিছু খাবার ছাড়া কোনো ধরনের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা।

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মধ্যরাতে হঠাৎ করেই কড়াইল মসজিদের পাশের দুটি ঘরে আগুন লাগে, পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় কয়েক’শ ঘর।

ওয়াই/এইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |