শুধু রঙিন পোশাকে নয়, সাদা পোশাকেও উন্নতি করছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সেটাই প্রমাণ করলো লাল-সবুজের প্রতিনিধিরা বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। আর টাইগারদের এমন নৈপুণ্যে সব দলই এখন তাদের সমীহ করবে বলে মত বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের।
একটু একটু করে এগিয়েছে দেশের ক্রিকেট। নানা উত্থান-পতনের মাঝে হতাশা যেমন ছিল, তেমনি ঘুরে দাঁড়ানোর গল্পও নেহায়েত কম নয়। ছোট ছোট অর্জনগুলো পুঁজি করে অনেক বড় বাধা টপকানোর সাহস সঞ্চয় করেছে টাইগাররা। আর তারই প্রতিফলন ঘরের মাঠে টেস্টে টাইগারদের ইংলিশ বধ।
কিন্তু এখানে থেমে থাকলে কি চলে? আর তাই এবার বিদেশের মাটিতেও বাঘের গর্জন। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্টে প্রতিদ্বন্দ্বিতামূলক ও সাহসী ক্রিকেট উপহার দেন মুশফিক-সাকিবরা। আর নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বড় দলগুলোকে যেনো সতর্কবার্তাই দিলো বাংলাদেশ।
সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বলেন, ওরা মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে। আমরা যেহেতু অনেক দিন পর পর টেস্ট খেলি, সেহেতু এরকম পারফরম্যান্স অনেক মূল্য বহন করে।
আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, আমরা তো দেশের মাটিতে খুব ভালো ক্রিকেট খেলি। এটা সবাই জানে। এখন সবাই জানুক আমরা বিদেশের মাটিতেও ভালো ক্রিকেট খেলি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, টেস্টে যে সংগ্রাম করতাম তা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি। গেলো ৭টি টেস্ট যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন আমরা ৯০% পাসিং ক্রিকেট খেলেছি। অষ্টম টেস্টে এসে জয় পেয়েছি। সুতরাং এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, ৫ দিন ভালো ক্রিকেট খেললে আমরাও নিঃসন্দেহে দুর্দান্ত টেস্ট প্লেয়িং দল হতে পারবো।
এদিকে সাদা পোশাকে টাইগারদের উন্নতির গ্রাফটা ধরে রাখতে পরিকল্পনার কথা জানালো ক্রিকেট বোর্ডে’র কর্তাব্যক্তিরা।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, আল্টিমেট লক্ষ্য তো একটাই; বাংলাদেশ কবে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া তো সহজ ব্যাপার নয়। সবচে’ ভালো দলও তো সবসময় হওয়া যায় না। তবে সেই ইচ্ছা তো আমাদের মধ্যে আছে। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি।
পরিকল্পনার কথা জানিয়ে বোর্ড পরিচালক মাহবুব আনাম বলেন, আসছে ৪ বছরে আমাদের লক্ষ্য থাকবে ২৫ ভাগ টেস্ট জেতা। প্রতি ৪ টেস্টে যেনো ১টি টেস্ট জিততে পারি। সেই লক্ষ্যেই কাজ করছি।
পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে সব ফরম্যাটেই দাপুটে ক্রিকেট খেলবে বাংলাদেশ-এমনটাই প্রত্যাশা লাখো-কোটি টাইগার ভক্ত-সমর্থকদের।
ডিএইচ