রংধনু পর্বত! চীনের ঝানজি দাংজিয়া ল্যান্ডফর্ম ভূ-তাত্ত্বিক পার্কে মিলবে এমন পর্বতের দেখা। বিশ্বের অন্যতম ভূ-তাত্ত্বিক আশ্চর্য ‘রেইনবো মাউন্টেন’নামে পর্বতমালাটি।
প্রাকৃতিক রং দিয়ে ঘূর্ণায়মান পাহাড়ের ওপর আঁকা রংধনুর মতো নানা রঙের ভূ-ত্বাত্ত্বিক গঠনের জন্যই এমন নামকরণ।
এ যেনো প্রকৃতির তুলিতে ক্যানভাসে ফুটিয়ে তোলা অবিশ্বাস্য রংয়ের ফোয়ারা।
বেগুনি-নীল, আসমানি-সবুজ, হলুদ-কমলা-লালের এমন সমারোহ একেবারেই প্রাকৃতিক।
প্রকৃতির আজব খেয়ালে আস্ত একটি পর্বতশ্রেণীই যে সাত রংয়ের বাহারে রঙ্গীন হয়ে উঠতে পারে, না দেখলে বিশ্বাস করা কঠিন।
রুক্ষ ও শুষ্ক মাটিই বাহারি পর্বতমালার ক্যানভাস। বছরের পর বছর নিজের খেয়ালে তুলি বুলিয়ে গেছে প্রকৃতি।
ভূ-বিজ্ঞানীদের মতে, ৪০০ বর্গ কিলোমিটার আয়তনের রংমহলটি গড়ে উঠতে সময় লেগেছে দু’কোটি ৪০ লাখ বছর।
এর গঠন শুরু হিমালয় পর্বতমালা সৃষ্টিরও অনেক আগে।
তবে পাহাড়কে রঙে রাঙিয়েছে ক্রিটেসিয়াস বেলেপাথর ও সল্টস্টোনস। সময়ের বিবর্তনে বেলে পাথর জমাট বাঁধার সময় মেশে নানা খনিজ ও গাছপালার অবশেষ। টকটকে লাল পাহাড়ে অন্য রঙের উপকরণ মিলেই সৃষ্টি করে রঙিন দুনিয়া।
চীনের এ প্রাকৃতিক বিস্ময়টি ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভূক্ত হয়েছে ২০০৯ সালে।
এফএস/ এমকে