রণবীর কাপুর এবং শাহরুখ খানের স্ত্রী গৌরীর সম্পর্কটা আলাদা। তারা একে অপরের দীর্ঘদিনের পরিচিত।
শাহরুখ ঘরণী এবার রণবীরের হয়ে জরুরি একটা কাজ করে দিয়েছেন।
জানা গেছে, গৌরী কয়েক বছর ধরে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বলিউডে কাজ করেছেন।
এদিকে বান্দ্রার পালি হিলসে নতুন বাড়ি কিনেছেন 'রকস্টার' খ্যাত অভিনেতা। ওই বাড়ির ইন্টিরিয়র ডিজাইনের দায়িত্বে ছিলেন গৌরী।
ডিজাইন যথাযথভাবে শেষ করায় আনন্দে রণবীরে গৌরীকে উদ্দেশ করে চিঠি লিখেছেন।
আর সেই চিঠি গৌরী ও রণবীরের ছবি যুক্ত করে তা ইনস্টাগ্রামে আপ করেছেন শাহরুখপত্নী।
রণবীর লিখেছেন, গৌরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আমার প্রথম বাড়িতে কী কী থাকবে এ ব্যাপারে কোনোরকম ধারণাই ছিল না। গৌরী নিজের মতো করে সাজিয়েছে। যা খুব পছন্দ হয়েছে।
এইচএম