ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দু’দিনে দরকার ৮৭ রান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৭ মার্চ ২০১৭ , ১১:২৬ পিএম


loading/img

ধর্মশালা টেস্টের বাকী দু’দিনে ১০ উইকেট হাতে নিয়ে আর মাত্র ৮৭ রান করলেই বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করতে পারবে টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩০০ রানের জবাবে ৩৩২ রানে অলআউট হয় ভারত। ফলে প্রথম ইনিংস থেকে ৩২ রানের লিড পায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৭ রানের অলআউট হয়ে যায় অসিরা। ফলে জয়ের জন্য ভারত ১০৬ রানের টার্গেট পায়। সেই লক্ষ্যে বিনা উইকেটে ১৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।

তাই বাকী দু’দিনে ১০ উইকেট হাতে নিয়ে আর ৮৭ রান করলেই ধর্মশালা টেস্ট ও চার ম্যাচের সিরিজ জিতে নিবে তারা। সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

বিজ্ঞাপন

৬ উইকেটে ২৪৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো ভারত। রবীন্দ্র জাদেজা ১৬ ও ঋদ্ধিমান সাহা ১০ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন জাদেজা হাফ-সেঞ্চুরি তুলে নিলেও পারেননি ঋদ্ধিমান।

দলীয় ৩১৭ রানে জাদেজার আউটের পর ভারতের পরের তিন উইকেটের পতন ঘটে ১৫ রানে। অস্ট্রেলিয়ার নাথান লিঁও ৯২ রানে ৫ উইকেট নেন।

৩২ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ৩১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ওয়ার্নারকে ৬ ও রেনশকে ৮ রানে শিকার করেন ভারতের পেসার উমেশ যাদব। আর অস্ট্রেলিয়ার রান মেশিন স্টিভেন স্মিথকে ১৭ রানে থামিয়ে প্রতিপক্ষের আসল ক্ষতিটা করেন পেসার ভুবেনশ্বর কুমার।

বিজ্ঞাপন

এরপর চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে খেলা ফেরানোর চেষ্টা করেন পিটার হ্যান্ডসকম্ব ও গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু দলীয় ৮৭ রানে হ্যান্ডসকম্বকে তুলে নিয়ে আবারো ভারতকে খেলায় ফেরান অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। হ্যান্ডসকম্বের সংগ্রহ ১৮।

তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ভারতের উমেশ, অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নেন।

১০৬ রানের জয়ের লক্ষ্যে ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৯ রান করেছে ভারত। লোকেশ রাহুল ১৩ ও মুরালি বিজয় ৬ রান নিয়ে অপরাজিত আছেন।

ওয়াই/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |