ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৭ জানুয়ারি ২০২১ , ১১:০৫ এএম


loading/img
অযোধ্যায় ভারতের প্রজাতন্ত্র দিবসে মঙ্গলবার মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে

বৃক্ষরোপণের মাধ্যমে অযোধ্যায় ভারতের প্রজাতন্ত্র দিবসে মঙ্গলবার (২৬ জানুয়ারি) মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। এটির নির্মাণে কাজ করছেন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) ট্রাস্টের সদস্যরা। রাম মন্দিরের জন্য নির্ধারিত স্থান থেকে ২৫ কিলোমিটার দূরে অযোধ্যার ধান্নিপুর গ্রামে পাঁচ একরের প্লটে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালেই নির্মাণস্থলে হাজির হন আইআইসিএফ ট্রাস্টের প্রধান জাফর আহমেদ ফারুকি ও অন্য সদস্যরা। সকাল পৌনে ৯টায় পতাকা উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ফারুকি।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুকি বলেন, নির্মাণস্থলের মাটি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। মাটি পরীক্ষার রিপোর্ট চলে এলে এবং মসজিদের নকশা অনুমোদন পেলেই পাকাপাকিভাবে নির্মাণকাজ শুরু করব। মসজিদ নির্মাণের জন্য এরই মধ্যে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। যে যেমন পারেন মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করুন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন...
মরুভূমির মিষ্টি ফল ত্বীন চাষ হচ্ছে দিনাজপুরে (ভিডিও)

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |