ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

দুই বছর কারাদণ্ড হতে পারে সু চির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৩৭ এএম


loading/img
সংগৃহীত

অবৈধভাবে আমদানিকৃত ওয়াকিটকি রাখার অভিযোগে করা এক মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে। আমদানি-রপ্তানি আইনে দায়ের হওয়া মামলায় ইতোমধ্যে সু চিকে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

পুলিশের নথি থেকে জানায়, নেইপিদোতে সু চির বাসভবনে সেনা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে ছিলেন। এসময় তারা সু চির বাসভবনে একাধিক ওয়াকিটকি পান। এসব ওয়াকিটকি অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চির দেহরক্ষীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই ওয়াকিটকিগুলো ব্যবহার করেছেন বলে মামলার নথিতে বলা হয়।

এদিকে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জানিয়েছে, অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা হয়েছে। দ্য গার্ডিয়ান বলছে, অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার মামলায় সু চির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।

বিজ্ঞাপন

মামলা করা হয়েছে সু চির সরকারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও। মহামারি (করোনা) বিধি ভঙ্গ করার অভিযোগে তার বিরুদ্ধে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। এই মামলায় উইন মিন্টকে দুই সপ্তাহের রিমান্ডেও নেয়া হয়েছে।

গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনে ‍বিপুল জয় পায় এনএলডি। নির্বাচনে সেনাসমর্থিত দলের ভরাডুবি হয়। কিন্তু তারা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। শেষ পর্যন্ত গত সোমবার নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনের দিন মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |