ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সাংবাদিক খাশোগি ইস্যুতে সৌদির পাশে আরব দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ মার্চ ২০২১ , ১০:৩৯ এএম


loading/img
সাংবাদিক খাশোগি ইস্যুতে সৌদির পাশে আরব দেশগুলো

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে আরব দেশগুলো। মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যানে সৌদিকে সমর্থন দিয়েছে সংযুক্ত বাহরাইন, কুয়েত ও আরব আমিরাত। খবর আরব নিউজ।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ফেব্রুয়ারি) টুইটারে ‘আমরা সবাই মোহাম্মদ বিন সালমান’ হ্যাশট্যাগ তৈরি করে সৌদি যুবরাজের প্রতি সমর্থন জানান আরব দেশগুলো। তাদের দাবি, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জামাল খাশোগি হত্যায় যুবরাজকে দায়ী করা হলেও জোরালো কোনো সাক্ষ্যপ্রমাণ দিতে পারেনি।

নিজ সমর্থকদের পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাশে পেয়েছেন সংযুক্ত বাহরাইন, কুয়েত ও আরব আমিরাতকে। আলাদা বিবৃতিতে যে কোনো পরিস্থিতিতে সৌদি যুবরাজের পাশে থাকার ঘোষণা দিয়েছে এ দেশগুলো।

বিজ্ঞাপন

এছাড়া খাশোগি হত্যায় মার্কিন গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা করে আজ সোমবার (০১ মার্চ) নিজেদের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

জিএম/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |