ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ মার্চ ২০২১ , ০৯:৪০ এএম


loading/img
আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন চ্যানেলের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ মার্চ) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মুরসাল হাকিমি (২৫), সাদিয়া (২০) ও শানাজ (২০)। খবর বিবিসির।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে কিম কার্দাশিয়ান

ওই তিন নারী এনিকাস টিভি ও রেডিওতে কাজ করতেন। মঙ্গলবার (২ মার্চ) রাতে তারা বাড়ি ফেরার পথে পৃথক দুটি ঘটনায় নিহত হন। সংবাদমাধ্যমটির ম্যানেজার শুকুরুল্লাহ পাসুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রধান হামলাকারীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। ওই ব্যক্তির সাথে তালেবানের সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘দুষ্টু আত্মা’ তাড়াতে ৯ বছরের শিশুকে পিটিয়ে হত্যা

এছাড়া দীর্ঘদিন ধরেই দেশটির সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তালেবানের হামলার শিকার হচ্ছেন। যে তিনজন নারীকে হত্যা করা হয়েছে তারা বেসরকারিভাবে পরিচালিত ইনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কর্মরত ছিলেন। 

বিজ্ঞাপন

জিএম/পি 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |